পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মা হাসিলেন, বলিলেন, মিথ্যে উপোস করে মরা কি কারও সখ রে ? কিন্তু উপায় কি ? এ করলে পুণি নেই, না করলে অনন্ত নরক। ই রে, বৌমা বলছিলেন, খবরের কাগজে লিখেচে কে একজন মস্ত পণ্ডিত কলকাতায় নাকি চমৎকার ভাগবত ব্যাখা করচেন। একবার খোজ নে দিকি, কি হলে এ-বাড়িতে তিনি পায়ের ধূলো দিতে পারেন ? তোমার হুকুম হলেই নিতে পারি মা। কেন, আমার হুকুমেরই বা দরকার কি ! তোদের শুনতে কি ইচ্ছে যায় না ? সেই যে কবে কথকতা হয়ে গেল— বিপ্রদাস সহস্তে বাধা দিয়া কহিল, সে ত এখনো তিন মাসও হয়নি মা ! মা আশ্চৰ্য্য হইয়া বলিলেন, মোটে তিন মাস ? কিন্তু তিন মাস কি কম সময় ? তা সে যাই হোক বাবা, এবার কিন্তু না বললে চলবে না। আমার দুই মামীই চিঠি লিখেচেন। কৈলাসনাথ, মানস সরোবর দর্শনে এবার আমি যাবই যাব । বিপ্রদাস হাতজোড় করিয়া কহিল, দোহাই মা, ও আদেশটি তুমি ক'রো না । তোমার দুই ছেলের একজন সঙ্গে না গেলে মামীদের জিন্মায় তোমাকে তিব্বতে পাঠাতে পারব না। আর সব ক্ষতিই সইবে, কিন্তু মাকে হারান আমার সইবে না। মায়ের দুই চক্ষু ছল ছল করিয়া আসিল, বলিলেন, ভয় নেই রে, কৈলাসের পথে মরণ হবে তেমন পুণি তোর মায়ের নেই। আমি আবার ফিরে আসব। কিন্তু ছেলের মধ্যে তুই ত আমার সঙ্গে যেতে পারবি নে বিপিন, তোর পরেই এত বড় সংসারের সব ভার, আর পিছনে যে ছেলে দাড়িয়ে আছে তাকে নিয়ে আমি বৈকুণ্ঠে যেতেও রাজি নই। বামুনের ছেলে হয়ে সন্ধ্যে-আহ্নিক ত অনেকদিনই ছেড়েছে, শুনতে পাই কলকাতায় খাদ্যাখাদ্যের নাকি বিচার করে না । এর ওপর কাল কি করেছে শুনেছিল ? বিপ্রদাস ভালমামুষের মত করিয়া কহিল, আবার কি করলে ? কই শুনিনি কিছু । মা বলিলেন, নিশ্চয় শুনেছিল। তোর চোখকে ফাকি দেবে এত বুদ্ধি ও ছোড়ার ঘটে নেই। কিন্তু এর একটা প্রতিকার কর ও আমারই খাবে পরবে, আর আমারই টাকায় কলকাতা থেকে লোক এমে আমার প্রজা বিগড়োবার ফন্দি আঁটবে! ওর কলকাতার খরচ তুই বন্ধ কর। বিপ্রদাস আশ্চর্ঘ্য হইয়া বলিল, সে কি কথা মা, পড়ার খরচ বন্ধ করে দেব ? ও পড়বে মা ? w जो यजिजन, मद्ररुॉब्र कि ? आशांद्र श्रृंत:इग्न श्छ्रणद्र शंखद्रां धश्वन शज cर्वेष এসে বললে, বিদেশী লেখাপড়ায় দেশের সর্বনাশ হ’ল তখন তাদের তুই তেড়ে в