পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কখন ফিরবে ? ফেরবার কথা ত জানিনে মুখুয্যেমশাই। এই বলিয়া ষ্ট্রেট হইয়া সে বিপ্রদাসকে প্ৰণাম করিল, কিন্তু অন্যদিনের মতো পারে হাত দিয়া স্পর্শ করিল না। মুখ তুলিল না, শুধু কপালে হাত ঠেকাইয়া দ্বিজদাসকেও নমস্কার করিল, তাহার পরে ঘর হইতে বাহির হইয়া গেল । ९* দ্বিজদাস জিজ্ঞাসা করিল, বন্দন হঠাৎ চলে গেল কেন ? আমার এসে পড়াটাই কি কারণ নাকি ? বিপ্রদাস বলিল, না । ওঁর বাবা টেলিগ্রাম করেচেন মাসীর বাড়িতে গিয়ে থাকতে য তদিন না বোম্বায়ে ফিরে যাওয়া ঘটে । কিন্তু হঠাৎ মাদী বেরুলে কোথা থেকে ? বন্দন আমার সঙ্গে ত প্রায় কথাই কইলেন না, সৰ্ব্বক্ষণ আড়ালে আড়ালে রইলেন, তার পর সকাল না হতে হতেই দেখচি সরে পড়লেন। একটা নমস্কার করে গেলেন সত্যি, কিন্তু সে-ও মুখ ফিরিয়ে। আমার বিরুদ্ধে হ'লে কি তার ? প্রশ্নের জবাবটা বিপ্রদাস এড়াইয়া গেল এবং মাসীর ব্যাপারটা সংক্ষেপে জানাইয়া কহিল, আমার অমুখে ভয় পেয়ে এই মাসীর বাড়ি থেকেই অমুদি ওকে ডেকে এনেছিলেন আমার শুশ্ৰুষা করতে। যথেষ্ট করেচে। ওর কাছে তোদের কৃতজ্ঞ হওয়া উচিত । দ্বিজদাস কহিল, উচিত নয় বলিনে, কিন্তু আপনাকে সেবা করতে যাওয়াটাও ত একটা ভাগ্য ! সে মূল্যটা যদি উনিও অনুভব করতে পেরে থাকেন ত কৃতজ্ঞতা ওঁর কাছেও আমাদের পাওনা আছে। বিপ্রদাস সহস্তে কহিল, তুই ভারি নরাধম। দ্বিজদাস বলিল, নরাধম কিন্তু নিৰ্ব্বোধ নই। আমার কথা যাক। কিন্তু এই সেবা করার কথাটা মায়ের কানে গেলে উনি চিরকাল আমাদের মাকেই কিনে রাখবেন। সেই কি সোজা সম্পদ ? শুনিয়া বিপ্রদাস হাসিয়া কহিল, মাকে এতকাল পরে তুই চিনতে পেরেছিস্ হল ? দ্বিজদাস বলিল, যদি পেরেও থাকি সে শুধু আপনিই জাহ্ন। আমি মায়ের কুপুত্র, আমি কুলাঙ্গার, তার কাছে এই পরিচয়ই থাকৃ। একে আর নাড়িয়ে কাজ নেই দাদা । Ֆ ֆ Հ