পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বন্দন বিদ্রুপের মুরে বলিল, এই ব্যতিক্রমটা বুঝি আপনি নিজে মুখুয্যেমশাই ? কিন্তু সেদিন যে বললেন আমাকেও আপনি ভালবাসেন ? সে আজও বলি। কিন্তু ভালবাসার একটিমাত্র পথই তোমাদের চোখে পড়ে আর সব থাকে বন্ধ ; তাই সেদিনের কথাগুলো আমার তুমি বুঝতে পারনি। একবার দেখে এসে গে দ্বিজু, আর তার বৌদিদিকে। দৃষ্টি অন্ধ না হোলে দেখতে পাবে কি করে শ্রদ্ধা গিয়ে মিশেসে ভালবাসার সঙ্গে ? রহস্য-কৌতুকে, আদরে-আহলাদে, নিবিড় ঘনিষ্ঠতায় সে শুধু তার বৌদিদি নয়, সে তার বন্ধু সে তার মা ! সেই সম্বন্ধ ত তোমার-আমারও,– ঠিক তেমনি করেই কেন আমাকে তুমি নিতে পারলে না বন্দনা ! তাহার কণ্ঠস্বরের মধ্যে ছিল গভীর স্নেহের সঙ্গে মিশিয়া তিরস্কারের স্বর, বন্দনাকে তাহা কঠিন আঘাত করিল। কিছুক্ষণ নীরবে অধোমুখে থাকিয়া সহসা চোখ তুলিয়া বলিল, আপনাকে আমি ভুল বুঝেছিলুম মুখুয্যেমশাই। আমার মেজদিদিকে যদি আপনি সত্যই ভালোবাসতেন, দুঃখ আমার ছিল না ; কিন্তু তা আপনি বাসেন না। আপনি পালন করেন শুধু ধৰ্ম্ম, মেনে চলেন শুধু কৰ্ত্তব্য। কঠিন আপনার প্রকৃতি,—কাউকে ভালোবাসতে জানেন না। যত ঢেকেই রাখুন এ সত্য একদিন প্রকাশ পাবেই। ক্ষণকাল স্থির থাকিয়া বলিয়া উঠিল, আজ আমার ভূলও ভাঙলো। শূন্যের মধ্যে হাত বাড়িয়ে মানুষ খুঁজতে তার না যাই, আজ আমাকে এই আশীৰ্ব্বাদ আপনি করুন। বিপ্রদাস সহস্তে হাত বাড়াইয়া বলিল,—করলুম তোমাকে সেই আশীৰ্ব্বাদ । আজ থেকে মা তুষ খোজ যেন তোমার শেষ হয়, ষে তোমার চিরদিনের তাকে যেন তিনিই তোমাকে দান করেন। কথাটাকে অপমানকর পরিহাস মনে করিয়া বনানা রাগিয়া বলিল, আপনি ভূল করেচেন মুখুয্যেমশাই, মাচুর্য খুজে বেড়ানোই আমার পেশা নয়। তারা আলাদা । কিন্তু হঠাৎ আজ কেন এসেচি এখনো সেই কথাটা আপনাকে বলা হয়নি। এদিক দিয়ে সত্যিই আমার একটা মস্ত ভূল ভেঙে গেছে। এখানে আপনাদের সংস্রবে এসে ভেবেছিলুম এই সব আচার-বিচার বুঝি সত্যিই ভালো, খাওয়া-ছোয়ার নিয়ম মেনে চলা, ফুল তোলা, চন্দন ঘষা, পূজোর সাজ-গোছ করা—আরও কত কি খুটিনাটি,— মনে করতুম এ সব বুঝি সত্যিই মানুষকে পবিত্র করে তোলে, কিন্তু এবার মাস্টীমার বাড়িতে গিয়ে মূঢ়তা ঘুচেছে। দিনকয়েক কি পাগলামিই না করেছিলুম মুখুয্যেমশাই । যেন সত্যিই এ-সব বিশ্বাস করি, যেন আমাদের শিক্ষায় সংস্কারে সত্যিই কোথাও এর থেকে প্রভেদ নেই। এই বলিয়। সে জোর করিয়া হাসিতে লাগিল । ভাবিয়াছিল কথাটা হয়ত বিপ্রদাসকে ভারি আঘাত করবে, কিন্তু দেখিতে পাইল একেবারেই না । তাহার ছদ্ম হাদিতে সে প্রসন্ন হাসি যোগ করিয়া বলিল, ילציג