পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস अांशेि निटखहै कद्रफ़ि । কিন্তু আপনি ত ও-বাড়িতে তৃতীয় পক্ষ, ডাকবার আপনার অধিকার কি ? দ্বিজদাস বলিল, আর কোন অধিকার না থাক আমার বঁচিবার অধিকার আছে। সেই অধিকারে এই আবেদন উপস্থিত করলুম। বলুন মজুর করলেন ? একান্ত প্রয়োজন না হলে কোন প্রার্থনাই আমি কারে কাছে করিনে । বন্দনা বস্তৃক্ষণ পর্যন্ত অন্য দিকে চাহিয়া রহিল, তার পরে বলিল, আচ্ছা, তাই যাবো, কিন্তু আমার মান-অপমানের ভার রইলো আপনার উপর। দ্বিজদাস সরুতঞ্জ-কণ্ঠে কহিল, আমার সাধ্য সামান্ত, তবু নিলুম সেই ভার। বন্দন বলিল, বিপদের সময়ে এ কথা ভুলবেন না যেন । না, ভুলবো না । १$ অনেকদিন পরে বিপ্রদাস নীচের অফিস-ঘরে আসিয়া বসিয়াছে। সম্মুখে টেবিলের পরে কাগজ-পত্রের ভূপ – কতদিনের কত কাজ বাকি। দেহ ক্লাস্ত, কিন্তু দ্বিজুর ভরসায় ফেলিয়া রাখাও আর চলে না। একটা থেরো-বাধানে মোটা খাতা টানিয়া লইয়া সেই পাতা উন্টাইতেছিল, বাহিরে মোটরের বঁাশী কানে গেল এবং অনতিবিলম্বে পূবের খোলা দরজা দিয়া বন্দনা প্রবেশ করিল। আজ এক নয়, সঙ্গে একটি অপরিচিত যুবক, পরণে ধুতি-পাঞ্জাবি, পায়ে ফুলকাটা কটুক চটি এবং কাধ হইতে তিৰ্য্যক ভঙ্গিতে জড়ানো মোট সাদা চাদর । বয়স ত্রিশের নীচে, দেহের গঠন আর একটু দীর্ঘচ্ছন্দের হইলে অনায়াসে স্বপুরুষ বলা চলিত। বিপ্রদাস অভ্যর্থনা করিতে চেয়ার ছাড়িয়া উঠিয়া দাড়াইল । বন্দনা কহিল, মুখুয্যেমশাই, ইনিই মিস্টার চাউড়ি-বার-এ্যাটল । কিন্তু এখানে অশোকবাবু বলে ডাকলেও অফেন্স নিতে পারবেন না এই সৰ্ত্তে আলাপ করিয়ে দিতে রাজি হয়ে সঙ্গে এনেচি। আলাপ হবে, কিন্তু তার আগে আপন কৰ্ত্তব্যটা সেরে নিই—এই বলিয়া সে কাছে আসিয়া হেঁট হইয়া নমস্কার করিয়া বলিল, পায়ের ধূলোটা কিন্তু এর স্বমুখে নিতে পারলুম না পাছে মনে করে বসেন ওঁদের সমাজের আমি কলঙ্ক । কিন্তু তাই বলে যেন অভিমানভরে আপনিও ভেবে নেবেন না নতুন কায়দাটা আমার মাসীর কাছে শেখা। তার পরে আপনার প্রসন্নতার বহরটা আমার পরিমাপ করা কি না । 為等) و رسانهها