পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বনানা ক্ষণকাল তাহার প্রতি চাহিয়া থাকিয়া কহিল, বানিয়ে বলার কথা আমি বলিনি। আমি শুধু বলেচি মুখুয্যেমশাই অন্যায় করেন না। মৈত্রেয়ী প্রত্যুত্তরে তেমনি বক্ৰ-বিদ্রুপে কহিল, অন্যায় সবাই করে। কেউ ভগবান নয়। উনি বাবাকে অসম্মান করতে ছাড়েন নি । w বন্দন বলিল, তা হলে শশধরবাবুর মত র্তারও চলে যাওয়া উচিত ছিল, থাকা উচিত ছিল না। মৈত্রেয়ী তীক্ষুস্বরে জবাব দিল, সে কৈফিয়ং আপনার কাছে দেবার নয়, মীমাংসা হবে দ্বিজুবাবুর সঙ্গে, যিনি আহবান করে এনেচেন । সতী সরোধে তিরস্কার করিল, তোর পায়ে পড়ি বন্দন, তুই যা এখান থেকে, নিজের কাজে যা । শশধর দয়াময়ীকে লক্ষ্য করিয়া বলিল, আমি কিন্তু ন্যায়-অন্যায়ের দরবার করতে আসিনি মা, এসেচি জানতে আপনার ছেলে জোড়-হাতে আমার কাছে ক্ষম চাইবেন কি না ! নইলে চললুম-এক মিনিটও থাকবে না। আপনার মেয়ে আমার সঙ্গে যেতে পারেন না-ও পারেন, কিন্তু তার পরে শ্বশুর বাড়ির নাম যেন না আর মুখে আনেন। এইখানে আজই তার শেষ হয় যেন। এ কি সৰ্ব্বনেশে কথা ! শশধরের পক্ষে অসম্ভব কিছুই নয়-মেয়ে-জামাইকে বাড়ি আনিয়া এ কি ভয়ঙ্কর বিপদ স্বমুখে দাড়াইয়া কল্যাণী কাদিতে লাগিল, পরামর্শ দিবার লোক নাই, ভাবিবার সময় নাই, ত্রাসে লজ্জায় ও গভীর অপমানে দয়াময়ীর কৰ্ত্তব্য-বুদ্ধি আচ্ছন্ন হইয়া গেল, তিনি কি করিবেন ভাবিয়া না পাইয়া সভয়ে বলিলেন, তুমি একটু থাম বাবা, আমি বিপিনকে ডেকে পাঠাচ্ছি। আমি জানি কোথায় তোমার মস্ত বড় ভূল আছে, কিন্তু এই এক-বাড়ি লোকের মধ্যে এ কলঙ্ক প্রকাশ পেলে আমাকে আত্মহত্যা করতে হবে বাছা । শশধর কহিল, বেশ, আমি দাড়িয়ে আছি, তাকে ডাকান। বিপ্রাসবাৰু মিথ্যে করেই বলুন এ কাজ তিনি করেন নি। মিথ্যে কথা সে বলে না শশধর, এই বলিয়া দয়াময়ী বিপ্রদাসকে ডাকাইতে পাঠাইলেন। মিনিট-পাঁচেক পরে বিপ্রদাস আসিয়া দাড়াইল । তেমনি শাস্ত, গম্ভীর ও আত্ম-সমাহিত। শুধু চোখের দৃষ্টিতে একটা উদাস ক্লান্ত ছায়া—তাহার অন্তরালে কি কথা যে প্রচ্ছন্ন আছে বলা কঠিন । দয়াময়ী উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিলেন, তোর নামে কি কথা শশধর বলে বিপিন। বলে, তুই নাকি ওকে ঘর থেকে বার করে দিয়েচিল। এ কি কখন সত্যি হতে পারে ? বিপ্রদাস বলিল, সত্যি বই কি মা । \తీ!