পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই সারাদিন চঞ্চল ও অশাস্ত করিয়া রাখিয়াছে সে তাহাকে ঠেলিয়া লইয়া গেল। রুষ্ট স্বারের সম্মুখে দাড়াইয়া ডাকিল, দ্বিজুবাবু এখনো জেগে আছেন ? ভিতর হইতে সাড়া আসিল, আছি। কিন্তু এমন সময়ে আপনি যে ? আসতে পারি। স্বচ্ছন্দে ! বন্দনা দ্বার ঠেলিয়া ভিতরে ঢুকিয়া দেখিল রাণীকৃত কাগজপত্র লইয়া দ্বিজদাস বিছানায় বসিয়া । জিজ্ঞাসা করিল, আজকের হিসাব বুঝি । কিন্তু হিসেব ত পালাবে না দ্বিজুবাৰু, এত রাত জাগলে শরীর খারাপ হবে যে। দ্বিজদাস বলিল, হলে বাচতুম, এগুলো চোখে দেখতে হতো না। খরচ অনেক হয়ে গেছে বুঝি দাদার কাছে গুরুতর কৈফিয়ৎ দিতে হবে ? দ্বিজদাস কাগজগুলো একধারে ঠেলিয়া দিয়া সোজা হইয়া বসিল, বলিল, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ মুখানি চ । শ্ৰীগুরুর কৃপায় সেদিন আর এখন আমার নেই বন্দনা দেবী, যে দাদার কাছে কৈফিয়ুখ দেবো। এখন উণ্টে কৈফিয়ৎ চাইবো আমি। বলবো, লাও শীগগির হিসেব-জলদি লাও রূপেয়া—কোথায় কি করেচে। বলে । বন্দনা অবাক হইয়া বলিল, ব্যাপার কি ? দ্বিজদাস মুষ্টিবদ্ধ দুই হাত মাথার উপরে তুলিয়া কহিল, ব্যাপার অতীব ভীষণ । মা দয়াময়ী অামাকে দয়া করুন, ভগ্নিপতি শশধর আমার সহায় হোন—সাবধান বিপ্রদাস । তোমাকে এবার আমি ধনে-প্রাণে বধ করবো। আমাদের হাতে আর তোমার নিস্তার নেই। বন্দনার চিন্তা উদাম হইয়া উঠিল, তবু সে না হাসিয়া পারিল না, বলিল, সবটাতেই হাসি-তামাসা ! আপনি এক মুহূৰ্ত্ত সিরিয়াস হতে জানেন না দ্বিজুবাৰু? দ্বিজদাস বলিল, জানিনে ? তবে আনো শশধরকে, আমো—না, তারা থাক । দেখবে, হালি-তামাস পালাবে চক্ষের নিমিষে সাহারায়, গাম্ভীর্ঘ্যে মুখমণ্ডল হয়ে উঠবে বুনো-ওলের মত ভয়াবহ। পরীক্ষা করুন । বন্দন চৗকি টানিয়া লইয়া বসিল, কহিল, আপনি তা হলে শুনচেন সব ? সব নয়, যখ-কিঞ্চিং । সব জানেন দাদা, কিন্তু সে গহন অরণ্য। আর জানে শশধর । সে বলবে বটে, কিন্তু সমস্ত মিথ্যে করে বানিয়ে বলবে । বদনা ব্যাকুল-কণ্ঠে বলিল, যা জানেন আমাকে বলতে পারেন না দ্বিন্ধুবাবু ? আমি সত্যি বড় ভয় পেয়েচি । t দ্বিজদাস কহিল, ভয় পাওয়া বৃথা । দাদার সঙ্কর টলবে না,-ৰ্তাকে আমরা হারালাম । Yt e