পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wiब्र९**ाँहेिछ-ज{aiइं জার হয় না। কাল চলে যাবেন, সময় জার পাবে না। যদি রাগ না করেন বলি। বলুন। দেরি হইতে লাগিল । বন্দনা কহিল, রাগ করবে না, আপনি নিৰ্ভয়ে বলুন। * দ্বিজদাস বলিল, কলকাতার বাড়ি থেকে মা একদিন রাগ করে বৌদিদিকে নিয়ে হঠাৎ চলে এলেন আপনার মনে পড়ে ? পড়ে । কারণ না জেনে আশ্চৰ্য্য হয়ে গেলেন । মন খুব খারাপ ছিল, আমার ঘরে এসে সেদিন একটা কথা বলেছিলেন যে আমাকে আপনার ভাল লাগে । মনে পড়ে ? পড়ে। কিন্তু খুব লজ্জার সঙ্গেই পড়ে। সে কথার মূল্য কিছু নেই ? नाँ ! দ্বিজদাস ক্ষণকাল শুদ্ধ থাকিয়া বলিল, আমিও তাই ভাবি। ওর মূল্য কিছু নেই। একটু পরে কহিল, বৌদি বলছিলেন আপনার মালীর ইচ্ছে অশোকের সঙ্গে আপনার বিবাহ হয়। সে কি স্থির হয়ে গেছে ? বন্দন বলিল, আমাদের পারিবারিক কথা । বাইরের লোকের সঙ্গে এ আলোচনা চলে না । দ্বিজদাস বলিল, আলোচনা ত নয়, শুধু একটা খবর। বন্দনা তিক্তকণ্ঠে কহিল, আপনার সঙ্গে এমন কোন জাম্বীয়-সম্বন্ধ নেই যাতে এ প্রশ্ন আপনি করতে পারেন। দ্বিজুবাবু, আপনি শিক্ষিত লোক, এ কৌতুহল জাপনার লজ্জাকর । শুনিয়া দ্বিজদাস সত্যিই লজ্জা পাইল, তাহার মুখ মান হইয়া গেল। বলিল, আমার ভূল হয়েছে বন্দন, স্বভাবতঃ আমি কৌতুহলী নই, পরের কথা জানবার লোভ আমার খুব কম। কিন্তু কি করে জানিনে আমার মনে হতো যে-কথা সংসারে কাউকে বলতে পারিনে আপনাকে পারি। যে-বিপদে কাউকে ডাকা চলে না আপনাকে চলে। আপনি তাহার কথার মাঝখানেই বন্দন হাসিয়া বলিল, কিন্তু এই যে বললেন দাদার আলোচনা বাইরের লোকের সঙ্গে করতে আপনি চান না। আমি তো পর, একেবারে ধাইরের লোক । «. चिथमांम कश्णि, छाझे यनेि श्ब्र, उट्द अ**निई व ८कन ऊँीब्र गवटक जांभारक እ¢ )