পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տծ বন্দনার নিবিঘ্নে বোম্বাই পৌছান-সংবাদের উত্তরে দিনকয়েক পরে দ্বিজদাসের নিকট হইতে জবাব আসিয়াছিল যে, সে কাজে ব্যস্ত থাকায় যথাসময়ে চিঠি লিখিতে পারে নাই । বন্দন নিজের চোথে যেমন দেখিয়া গিয়াছে সমস্ত তেমন চলিতেছে। বিশেষ করিয়া জানাইবার কিছু নাই। মৈত্রেরীর পিতা কলিকাতায় ফিরিয়া গিয়াছেন, কিন্তু সে নিজে এখনও এ বাড়িতেই আছে। মায়ের সেবা-যত্নের ক্রটি ধরিবার কিছু নাই, সংসারের ভারও তাহারি উপর পড়িয়াছে, ভালোই চালাইতেছে । বাড়ির সকলেই তাহার প্রতি খুশী । দ্বিজদাসের নিজের পক্ষ হইতে আজিও অভিযোগের কারণ ঘটে নাই। পরিশেষে, বন্দন ও তাহার পিতার শুভকামনা করিযা ও যথাবিধি নমস্কারাদি জানাইয়া সে পত্র সমাপ্ত করিয়াছে । ইহার পরে তিন মাসেরও অধিক সময় কাটিয়াছে, কিন্তু কোন পক্ষ হইতেই আর পত্রাদির আদান-প্রদান হয় নাই । বিপ্রদাসের, মেজদিদির, বাস্থর সংবাদ জানিতে মাঝে মাঝে বন্দনার মন উতল হইরা উঠিয়াছে, কিন্তু জানিবার উপায় খুজিয়া পায়ু নাই। নিজে হইতে তাহারা অতি ও খবর দেন নাই,- কোথায় আছেন, কেমন gSBBB BBBB BBBBBBS gDBBB Bggg SBBB BBBBBB BBBB BBB _fಣಿ লেখার লজ্জা এত বড় দে, শত ইচ্ছা সত্ত্বেও একাজ তাহার কাছে অসাধ্য ঠেকিয়াছে। এখন বলরামপুরে ; স্মৃতি উদ্ধৃতা ও বদনার তীব্রতা দুই-ই অনেক লঘু হইয়। .গছে, কিন্তু সখীন হুই: 3 চলিধু সালার পরে সে প্রায় ভাঙিয়া পড়িবার -উপক্রম কবিয়ছিল। কিন্তু দিনের পর দিন ধরিয়া ব্যথাতুর বিক্ষুব্ধ চিত্ত-তল ধীরে ধীরে যতই শাস্ত হইয়া আসিয়াছে ৩ তই উপলব্ধি করিয়াছে তাহার সম্বন্ধ কোন সত্যিকার সম্বন্ধ নহে । একত্রবাদের সেই দু:খে-মুখে ভরা অনিৰ্ব্বচনীয় দিনগুলি বিচিত্র ঘনিষ্ঠ তায় মনের মধ্যে যতই কেন-ন নিবিড়তা মোহ সঞ্চার করিয়া থাকৃ আয়ু তার ক্ষণস্থায়ী। একথা বুঝিতে তাহার বাকী নাই যে, এই আচারনিষ্ঠ প্রাচীন-পন্থী মুখুয্যে-পরিবারের কাছে সে অবিস্তকও নয়, আপনারও নয়, উভয় পক্ষের শিক্ষা সংস্কার ও সামাজিক পরিবেষ্টনে যে ব্যবধান স্থষ্টি করিয়াছে তাহা যেমন সত্য তেমন কঠিন । ইতিমধ্যে স্বামীর কৰ্ম্মস্থল পাঞ্জাব হইতে মাসী আসিয়া উপস্থিত হইয়াছেন। শরীর ভাল নয়। পাঞ্জাবের চেয়ে বোম্বাইয়ের জল-বাতাস ভালো এবুদ্ধি তাহাকে কোন ডাক্তার দিয়াছে তা তিনিই জানেন । কিন্তু আসিয়াছেন স্বাস্থ্যের অজুহাতে । বোম্বাই আদিবার পূৰ্ব্বে বন্দনা দেখা করিয়া আসে नाहे । ཨ། অভিযোগ তাহার > &> や務一、>