পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস DD BBB BBB BB BB DS BBB BB DDDBB DD S SDDDDDD ভবিষ্যৎ না ভাবলে তাদের অপরাধ হয়। কেন যে তোমার বাবা মনের মধ্যে শাস্তি পান না সে শুধু যারা নিজেরা বাপ-মা তারাই জানে। তোমার বোন প্রকৃতির যতদিননা আমি বিয়ে দিতে পেরেচি ততদিন খেতে পারিনি, ঘুযোতে পারিনি। কত রাত্রি যে জেগে কেটেচে সে তুমি বুঝবে না, কিন্তু তোমার বাব বুঝবেন। তোমার মা বেঁচে থাকলে তারও আমার দশাই হ’তে । রে সাহেব মাথা নাড়িয়া আস্তে আস্তে বলিলেন, খুব সত্যি মিসেস ঘোষাল। মালী উহাকেই উদেশ্ব করিয়া বলিতে লাগিলেন, আজ ওর মা বেঁচে থাকলে বনানার জন্য আপনাকে তিনি অস্থির করে তুলতেন। আমি নিজেই কম করেচি ওঁকে । এখন মনে করলেও লজ্জা হয় । সাহেব সায় দিয়া বলিলেন, দোষ নেই আপনার । ঠিক এমনিই হয় যে । মাসী বলিতে লাগিলেন, তাই তো জানি। কেবলি ভাবনা হয় নিজেদের বয়স বাড়চে,—মানুষের বেঁচে থাকার তো স্থিরতা নেই—বেঁচে থাকতে মেয়েটার যদি না কোন উপায় করে যেতে পারি হঠাৎ কিছু একটা ঘটলে কি হবে। ভযে উনি ত একরকম শুকিয়ে উঠেছিলেন। বন্দন আর সহিতে পারিল না, চাহিয়া দেখিল তাহার বাবার মুখও শুকাইয়। উঠিয়াছে, খাওয়া বন্ধ হইয়াছে, বলিল, তুমি মেশোমশাইকে অকারণে নানা ভয় দেখিয়েচে মাসীম, আবার আমার বাবাকেও দেখাচ্চো । কি এমন হয়েচে বলে ত ? বাবা এখনো অনেক দিন বঁাচবেন । তার মেয়ের জন্য যা ভালো, করে যাবার সময় ঢের পাবেন । তুমি মিথ্যে ভাবনা বাড়িয়ে দিও না বাৰার। যাসী দমিবার পাত্ৰী নহেন। বিশেষতঃ রে সাহেব তাহাকেই সমর্থন করিয়া কহিলেন, তোমার মাপীয় ঠিক কথাই বলেচেন বন্দনা। সত্যিই ত আমার শরীর ভালো নয়, সত্যিই ত এ দেহকে বেশি বিশ্বাস করা চলে না। উনি আত্মীয়, সময় থাকতে উনি যদি সতর্ক না করেন কে করবে বলে ত ? এই বলিয়া তিনি উভয়ের প্রতিই চাহিলেন । মালী কটাক্ষে চাহিয়া দেখিলেন বদনার মুখ ছায়াচ্ছন্ন হইয়াছে, অপ্রতিভ-কণ্ঠে ব্যস্ত ভাবে বলিয়া উঠিলেন, এ বলা অত্যন্ত অসঙ্গত মিস্টার রে । আপনার একশ বছর পরমায়ু হোক আমরা সবাই প্রার্থনা করি, আমি শুধু বলতে চেয়েছিলুম-- সাহেব বাধা দিলেন-না, আপনি ঠিক কথাই বলেছেন। সত্যিই স্বাস্থ্য আমার ভালো না । সময়ে সাবধান না হওয়া, কৰ্ত্তব্যে অবহেলা করা আমার পক্ষে সত্যিই গ্ৰন্ধ্যায় । , - বন্ধন গৃঢ় ক্ৰোধ দমন করিয়া বলিল, আজ বাবার খাওয়া হবে ন সীমা। Yuro