পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

व्वं ब्र९-ज़ाहिङ|-मर७श्रृंह নীচে নেমে এলুম, দাদা বললেন, তার বৌদি কাল সকালে মাথা গেছেন দ্বিজু। হাতে টাকাকড়ি বিশেধ নেই, সামান্তভাবে তার শ্রান্ধের মায়োজন করে দে । भां ८कांधंiग्न ? ঢাকায় । তার মেয়ের বাড়িতে | 齡 ঢাকায় ? একটু চুপ করে থেকে বললেন, কি জানি আসতে হয়ত পারবেন না, কিন্তু মাতৃদায় জানিয়ে বাক্ষ তাকে চিঠি দেয় যেন । বললুম, দেবে বই কি। বাহু ছুটে এসে আমার গলা জড়িয়ে বুকে মুখ লুকালে । তার পরে কেদে উঠলো। সে-কান্নারগু যেমন ভাবা নেই, চিঠিতে সে প্রকাশ করারও তেমনি ভাষা নেই। শিকারের জন্তু মরার আগে তার শেষ মালিশ রেখে যায় যে ভাষায় অনেকটা তেমনি। তাকে কোলে নিয়ে ছুটে পালিয়ে এলুম নিজের ঘরে। সে তেমনি করেই কাজে লাগগে বুকে মূখ রেখে। মনে মনে বললুম, ওরে বাং, লোকসানের দিক দিয়ে তুই যে বেশি হারালি তা ময়, আর একজনের ক্ষতির মাত্রা তোকেও ছাপিয়ে গেল। তবু ভোকে বোঝাবার লোক পাধি, কিন্তু সে পাবে না। শুধু একটা আশ । বনজনা যদি বোঝেন । • এমন কতক্ষণ গেল। শেষে চোখ মুছিয়ে দিয়ে বললুম, ভয় নেই য়ে যা মা থাক বাপ না থাক কিন্তু রইলুম আমি। ঋণ তাদের শোধ দিতে পারবো মা, কিন্তু অস্বীকার করবো না কখনো । আজ সবচেয়ে ব্যথা সবচেয়ে ক্ষতির দিনে রইলো তোয় কাকার শপথ । কিন্তু এ নিয়ে আর কথা বাড়াবো না, কথার অাছেই বা কি ! ছেলেবেলায় বারা বলতেন গোয়ার, মা বলতেন চুয়াড়ে, কতবার স্বাগ করেচেন দাদা-জনারে অবহেলায় কতদিন এ-রাড়ি হয়ে উঠেচে বিষ, তখন বৌদিদি এসেচেন কাছে, বলেচেন, ঠাকুরপো, কি চাই রলো ত ভাই । রাগ করে জবাব দিয়েটি, কিছু চাইনে খেদি অামি চলে যাবে। এখান থেকে । কবে গে ? फक्षांखट्टे । শুধু হেসে বলেচেন, হুকুম নেই যাবার। ধাও তো দেখি আমার অবাধ্য হয়ে। আর যাওয়া হয়নি। কিন্তু সেই যাবার দিন যখন সত্যি এলো তখন তিনি গেলেন চলে। ভাবি, কেবল আমার জন্তেই হুকুম ? তাকে হুকুম করবার কি কেউ ছিল না জগতে ? - দাকে জিজ্ঞাস করলুম, কি করে ঘটলে ? বললেন, কলকাতেই পীর খারাপ হলো-বাৰ খং মনে মনে খুবই ভাৰতে-নিয়ে গেলাম পশ্চিমে । কিন্তু sול