পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ এসেছিলুম বলা হলো না। ভাবলুম ঘুমের ঘোরে বাস্থ কেঁদেচে তাতে বিপ্রদাসের কি ? অন্য কথা মনে এলো, বললুম, শ্রান্ধের পর কোথায় থাকবেন দাদা? কলকাতায় ? - বললেন, না রে, যাব তীর্থভ্রমণে । ফিরবেন কবে ? দাদা আবার একটু হেসে বললেন, ফিরবে না। স্তন্ধ হয়ে তার মুখের পানে চেয়ে দাড়িয়ে রইলুম। সন্দেহ রইলো না যে এ সম্বর টলবে না । দাদা সংসার ত্যাগ করবেন। কিন্তু অমুনয়-বিনয় কাদা-কাটা কার কাছে ? এই নিষ্ঠুর সন্ন্যাসীর কাছে ? তার চেয়ে অপমান আছে ? কিন্তু বাৰু ? দাদ বললেন, হিমালয়ের কাছে একটা আশ্রমের খোজ পেয়েছি । তারা ছোট ছেলেদের ভার নেয় । শিক্ষা দেয় তারাই । তাদের হাতে তুলে দেবেন ওকে ? আর আমি করলুম মানুষ? তার পর দুই হাতে কান চেপে পালিয়ে এলুম ঘর থেকে । তিনি কি জবাব দিলেন শুনিনি । ধাস্থর পাশে বসে সমস্ত রাত ভেবেচি। কোথায় যে এর কূল কিছুতে খুজে পাইনি। মনে পড়ল আপনাকে বলে গিয়েছিলেন, বন্ধুর যখন হবে সত্যিকারের প্রয়োজন তখন ভগবান আপনি পোঁচে দেবেন তাকে দোর-গোড়ায় । বলেছিলেন এ-কথা বিশ্বাস করতে। কে বন্ধু, কবে সে আসবে জানিনে, তবু বিশ্বাস করে আছি আমার এই একান্ত প্রয়োজনে একদিন আসবেই । क्षेिघानांश्। পড়া শেষ হইলে- দেখা গেল সাহেবের চোখ দিয়া জল পড়িতেছে। রুমায় বাহির করিয়া মুছিয়া বলিলেন, আজই যাও মা, আমি বাধা দেব না। দরওয়ান আর তোমার বুড়ে হিমুও সঙ্গে যাক । * .عہ • বন্দন হেঁট হইয়া তার পায়ের ধূলা লইল, বলিল, যাবার উদ্যোগ কৱিগে বাবা, আমি উঠি । »ግ®