পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ولا & ম্যানেজার বিরাজ দত্ত মোটর লইয়ু স্টেশনে উপস্থিত ছিলেন । বন্দনাকে সসম্মানে ট্রেন হইতে নামাইয়া গাড়িতে আনিয়া বসাইলেন । বন্দন জিজ্ঞাসা করিল, মা আজও বাড়ি এসে পৌছননি দত্তমশাই ? না দিলি । মৈত্রেয়ী ? ন, তাকে ত কেউ আনতে যায়নি। বাম ভাল আছে ? আছে । মুখুয্যেমশাই ? দ্বিজুবাবু ? বড়বাবু ভাল আছেন, কিন্তু ছোটবাবুকে দেখলে তেমন ভালো বোধ হয় না ! . . বন্দন জিজ্ঞাসা করিল, জর-টর হয়নি ত ? দত্ত বলিলেন, ঠিক জানিনে দিদি । কিন্তু সমস্ত কাজকৰ্ম্ম করেই ত বেড়াচ্ছেন ! ধন্দন কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, দত্তমশাই, আমার মনে হয় মা হয়ত এ দুঃখের মধ্যে আসবেন না। কিন্তু দুঃখ যতই হোক প্রাদ্ধের আয়োজন ত করতে হবে । কিন্তু হচ্চে কি ? হচ্চে বই কি দিদি । কৰ্ত্তাবাবুর শ্রাদ্ধে যেমন হয়েছিল প্রায় তেমনি ব্যবস্থাই হচ্চে । কথাটা ভাল বুঝিতে না পারিয়া বন্দন সবিস্ময়ে প্রশ্ন করিল, কার মত বলচেন, মুখুয্যেমশায়ের পিতৃশ্ৰাদ্ধের মত ? তেমনি বড় আয়োজন ? দত্ত বলিলেন, ই, প্রায় তেমনই। গেলেই দেখতে পাবেন । বাবু ডেকে বললেন, দ্বিজু পাগলামি কসিনে, সব জিনিসেরই একটা মাত্রা আছে। ছোটবাৰু বললেন, মাত্রা আছে জানি, কিন্তু মাত্রাবোধ সকলের এক নয় দাদা। বড়বাৰু হেসে বললেন, কিন্তু তুই যে সকলের মাত্রাই ডিঙিয়ে যাচ্চিস দ্বিন্ধু। ছোটবাবু বললেন, তা হলে আপনাদের কাছে মিনতি এই একটিবারের জন্তে আমাকে ক্ষম। করুন। আমি মাত্রা লঙ্ঘন করতে পারবো, কিন্তু বৌদিদির মৰ্য্যাদা লঙ্ঘন করতে পারবো না । *: - এর পরে আর কেহ কথা কয় নি, এখন আপনি যদি কিছু করতে পারেন। খরচ বিশ-পচিশ হাজারের কম যাবে না। ›ዓ¢