পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিপ্রদাস কথাটা অন্নদা ভাল বুঝিতে না পারিয়া চুপ করিয়া, চাহিয়া রহিল। বন্দন বলিল, যা গেছে সে তো গেছেই । এর উপর কি মাকেও হারাতে হবে ? মকদ্দমা না থামলে উাকে ফিরিয়ে আনবো আমি কি করে ? দ্বিজদাস বালিসের তলা হইতে চাবির গোছাটা ৰাহির করিয়া বন্দনার পায়ের কাছে ফেলিয়া দিয়া কহিল, এই নাও। অবাধ্য হবে না সেই সৰ্বই তোমার কাছে আজ করলুম। বন্দন চাবির গুচ্ছ আঁচলে বাধিল । এইবার অন্নদা ইহার তাৎপৰ্য্য বুঝিল । বন্দনাকে বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল, তাহার দুই চোখ বহিয়া শুধু বড় বড় অশ্রুর ফোটা ঝরিয়া পড়িতে লাগিল। বন্দন বিপ্রদাসের ঘরে ঢুকিয়া তাহাকে প্রণাম করিল। বলিল, বড়দা, এলুম। এই নৃতন সম্বোধন বিপ্রদাসের কানে ঠেকিল। কিন্তু এ লইয়া কিছু না বলিয়া জিজ্ঞাসা করিলেন, শুনেছিলুম তুমি আসচে, তোমার বাবার তার পাওয়া গিয়েছিল পথে কষ্ট হয়নি ত ? না । সঙ্গে কে এল ? আমাদের দরওয়ান আর আমার বুড়ে চাকর হিমু। বাবা ভাল আছেন ? 数目 বিপ্রদাস একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিলেন, দ্বিজু কি পাগলামি করচে দেখলে । বন্দনা কহিল, আপনি শ্রাদ্ধের কথা বলচেন ত ? কিন্তু পাগলামি হবে কেন ? আয়োজন এত বড়ই ত চাই। এ নইলে তার মর্য্যাদা ক্ষুন্ন হ’তো যে ! কিন্তু সামলাতে পারবে কেন বন্দনা ? উনি না পারলেও আমি পারবো বড়দা । বিপ্রদাস হাসিয়া কহিলেন, সে শক্তি তোমার আছে মানি, কিন্তু মেজাজ বিগড়োলেই মুস্কিল। হঠাৎ রাগ করে চলে না গেলে বাচি । বন্দন বলিল, সেদিন এসেছিলুম পরের মত, মাথায় কোন ভার ছিল না। কিন্তু আজ এসেচি এ-বাড়ির ছোট-বউ হয়ে। রাগিয়ে দিলে রাগ করতেও পারি, কিন্তু । আর চলে যাবো কেমন করে ? সে পথ বন্ধ হয়ে গেল যে ! এই বলিয়া সে চাবির እግ ă