পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস দ্বিজদাস ৰলিল, কিন্তু এই দুটো দিনই ষে মাকে দেখানে শক্ত বৌদি। তিনি দেখতেই চাইবেন না । ইহাও সত্য । সতী কহিল, কিন্তু তার রূপটাও ত চোখে পড়বে ? চোখ বুজে ত মা এটা অস্বীকার করতে পারবেন না ! সেও ত একটা পরিচয় । দ্বিজদাস চুপ করিয়া রহিল। সতী কহিল, আমার নিশ্চয় বিশ্বাস বন্দনাকে পৃথিবীতে কেউ অবহেলা করতে পারে না । মাও না । দ্বিজদাস বিস্ময়াপন্ন হইয়া জিজ্ঞাসা করিল, বনানা ! নামটা শুনেচি মনে হয় বৌদি। কোথায় যেন দেখেচি, আচ্ছা দাড়াও, খবরের কাগজে কি-একটা ছবিও ধেন--- কথাটা শেষ হইল না, কি সশন্ধে ঘরে ঢুকিয়া বলিল, বেীমা, তুমি এখানে ? তোমার কে-এক কাকা তার মেয়ে নিয়ে বোম্বাই থেকে এসে উপস্থিত হয়েছেন। বাইরে কেউ নেই, বড়বাবুও না। সরকারমশাই তাদের নীচের ঘরে বসিয়েছেন । ঘটনাট অভাবনীয়। জ্য—বলিস কি রে ? বলিতে বলিতে সতী ঝড়ের বেগে ঘর হইতে বাহির হইয়া গেল। পিছনে গেল দ্বিজদাস । 8 নিখুত সাহেৰী-পরিচ্ছদে ভূষিত একজন প্রৌঢ় ভদ্রলোক চেয়ারে বসিয়াছিলেন, এবং একটি কুড়ি-একুশ বছরের মেয়ে তাহারই পাশে দাড়াইয়া দেয়ালে টাঙানো মস্ত একখানি জগদ্ধাত্রী দেবীর ছবি অত্যন্ত মনোযোগের সহিত নিরীক্ষণ করিতেছিল। তাহারও পরণে যাহা ছিল তাহ নিছক মেম সাহেবের মত না হোক, বাঙলার মেয়ে বলিয়াও হঠাৎ মনে হয় না। বিশেষতঃ গায়ের রঙটা যেন সাদার ধার ঘেষিয়া আছে—এমনি বর্গ। দেহের গঠন ও মুখের ঐ অনিন্দাম্বন্দর। দেবরের কাছে সতী এইমাত্র যে গৰ্ব্ব করিয়া বলিতেছিল তার রূপটা ত শাশুড়ীর চোখে পড়িবে—ৰৱতঃ এ কথা সত্য। ভগিনীর श्हेब्रा ७ कृ* जहेब्रा अश्शाब्र कब्र 歌黑 1 >}