পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম! [ প্রত্যুত্তরে ধৰ্ম্মদাস ঘড়, ঘড় করিয়া কত কি বলিলেন, কিন্তু কাশির ধমকে তাহার একটা বর্ণও বুঝা গেল না। গোবিন্দ সৰ্ব্বাগ্রে আসিয়াছিলেন, সুতরাং এই নবীন জমিদারটিকে ভাল ভাল কথা বলিবার সুযোগ র্তাহারই ছিল, অথচ নষ্ট হইতেছে বুঝিয়া তিনি তাড়াতাড়ি উঠিয়া দাড়াইলেন ] গোবিন্দ। কাল সকালে, বুঝলে ধৰ্ম্মদাসদা, এখানে আসবো বলে বেরিয়েও আসা হল না । বেণীর ডাকাডাকি—গোবিন্দখুড়ে, তামাক খেয়ে যাও। একবার ভাবলেম কাজ নেই,—তার পরে মনে হ’ল ভাবখানা বেণীর দেখেই যাইনে। বেণী কি বললে জানো বাবা রমেশ, বলে খুড়ে, তোমরা ত দেখচি হয়েচ রমেশের মুরুবি, বলি লোকজন খাবে-টাবে ত? আমিই বা ছাড়ি কেন, —তুমি বড়লোক আছো না-আছে, আমার রমেশও কারো চেয়ে খাটো নয়। তোমার ঘরে ত একমুঠো চিড়ের পিত্যেশ কারু নেই। বললাম, বেণীবাবু, এই ত পথ-দাড়িয়ে একবার কাঙ্গালী-বিদেয়ের ঘটাটা দেখো । কালকের ছেলে রমেশ, কিন্তু বুকের পাটা ত বলি একে। কিন্তু তাও বলি ধৰ্ম্মদাসদা, আমাদের সাধাই বা কি ! যার কাজ তিনিই ওপর থেকে করাচ্চেন । তারিণীদ শাপত্ৰই দিকপাল ছিলেন বই ত নয়। [ ধৰ্ম্মদাসের কিছুতেই কাশি থামে না, আর তাহারই সম্মুখে গোবিন্দ বেশ বেশ কথাগুলি এই অপরিপক্ক তরুণ জমিদারটিকে বলিয়া যাইতেছে দেখিয়া আরও ভাল বলিবার চেষ্টায় ধৰ্ম্মদাস যেন আকুলিবিকুলি করিতে লাগিল ] গোবিন্দ। তুমি ত আমার পর নও বাবা, নিতান্ত আপনার । তোমার মা ছিলেন আমার সাক্ষাৎ পিসতুত বোনের আপনার খুড়তুতো ভগ্নী। রাধানগরের বাড়ুৰ্য্যেবাড়ি,—সে সব-তারিণীদ জানতেন । তাই যে-কোন কাজ-কৰ্ম্মে—মামলা-মকৰ্দমা করতে, সাক্ষী দিতে—ডাক গোবিন্দকে— ধৰ্ম্মদাস। কেন বাজে বকিস্ গোবিন্দ ? খক্‌ থক্ থক্‌—খ—আমি আজকের নই, না জানি কি ? সে বছর সাক্ষী দেবার কথায় বললি, আমার জুতো নেই,খালিপায়ে যাই কি করে ? খক্‌ থকৃ—তারিণী অমনি আড়াই টাকা দিয়ে জুতো কিনে দিলে। তুই তাই পায়ে দিয়ে সাক্ষী দিয়ে এলি কি না বেণীর হয়ে ! খক্‌-ধক খক্‌—খ— গোবিনা । ( চক্ষু রক্তবর্ণ করিয়া ) এলুম ? ধৰ্ম্মদাস । এলিনে ? গোবিন্ধ। দূর মিথ্যেবাদী। it