পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দীনু (ময়রার প্রতি ) ই বাপু, খাওয়ালে বটে। যেন অমৃত । তা বেশ হয়েছে, মিষ্টি বুঝি দু'রকম করলে বাবাজী ? : ময়রা । আজ্ঞে না, রসগোল্লা, ক্ষীরমোহন— নীয়। অ্যা, ক্ষীরমোহন ? কই, সে তো বার করলে না বাপু ? (বিম্বিত রমেশের মুখের প্রতি চাহিs) হৰ্ণ খেয়েছিলাম বটে রাধানগরের বোসেদের বাড়ি, আজও যেন মুখে লেগে রয়েচে । বললে বিশ্বাস করবে না বাবাজী, ক্ষীরমোহন খেতে আমি বড় ভালবাসি । রমেশ । ( হাসিয়া ) আজ্ঞে না, অবিশ্বাস করবার কোন কারণ নেই। ওরে যঞ্জ, ভেতরে বোধ করি আচাযিামশাই আছেন, যা ত কিছু ক্ষীরমোহন তাকে আনতে বলে আয় দিকি । [ ষষ্ঠীচরণের প্রস্থান ] গোবিন্দ (উদ্বিগ্নকণ্ঠে ) অ্যা ? মিষ্টি কি সব বাইরে পড়ে নাকি ? না না, এ তো ভাল না ! ধৰ্ম্মদাস । চাবি ? চাবি ? ভাড়ারের চাবি কার কাছে ? গোবিন । বলি, ভৈরো আচায্যির হাতে নয় ত ? [ ষষ্ঠীচরণের প্রবেশ ] ষষ্ঠ । এখন আর ভাড়ার-ম্বর খোলা হবে না বাবু, ক্ষীরমোহন বার হবে না। রমেশ । আঃ, বলগে যা আমি আনতে বলচি । গোবিন্ধ। দেখলে ধর্মদাসদা, আচায্যির আঙ্কেল। এ যে দেখি মায়ের চেয়ে মাসীর বেশি দরদ ! সেই জন্তেই আমি বলি– ষষ্ঠী। অাচাষ্যিমশায়ের দোষ কি ? ও-বাড়ি থেকে গিরি-মা এসে ভাড়ার বন্ধ করে ফেলেচেন। এ তারই হুকুম । ধৰ্ম্মদাস ও গোবিন্দ । কে ? বেণীবাবুর মা ? ও-বাড়ির বড় গিমিঠাকরুণ ? রমেশ । জ্যাঠাইমা—এসেচেন নাকি ? যঞ্জ। ই বাৰু। তিনি এসেই ছোট বড় দুটো ভাড়ারই তালা-বন্ধ করে ফেলেচেন । চাবি তারই আঁচলে । গোবিন্দ। দেখলে ধৰ্ম্মদাসদা ব্যাপারখানা ? বলি মতলবটা বুঝলে ত । দীচু । এ মতলব বোঝা আর শক্ত কি ভায়া ! তালা-বন্ধ করে চাবি নিজের কাছে রেখেচেন, তার মানে ভাড়ার আর কারো না হাতে পড়ে। তিনি সমস্তই ত জালেন । গোবিন্দ । বোঝ না-লোব না, তুমি কথা কও কেন বল ত ? তুমি এসৰ ব্যাপারের কি জানো যে হঠাৎ মানে করতে এসেচ ? ما هي