পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম মুকুমারী, চল দিদি, এসে মাসী আমার সঙ্গে বাড়ির ভেতরে গিয়ে ৰসবে চল । [ ভৈরব ও ক্ষণস্তর প্রস্থান ] গোবিন্দ । দেখলে পরাণ-মামা, আমাদের অপমান করে ওদের বাড়ির ভেতরে বসাতে নিয়ে চলল। দেখলে ভৈরবের আস্পদ্ধা ! আচ্ছা— পরাণ। আমাদের বিন হুকুমে ঐ দুটাে ভ্ৰষ্ট মাগীদের কেন বাড়ি ঢুকতে দেওয়া হল, রমেশ তার কৈফিয়ং দিক । নইলে কেউ আমরা জলম্পর্শ করব না । জ্যাঠাইমা । ( স্বারের নিকট হইতে ) রমেশ ! রমেশ । তুমি কি এখনো আছ জ্যাঠাইমা ? জ্যাঠাইম । আছি বই কি ! গোবিন্দ গাজুলীকে বল যে ক্ষান্ত-ঠাকুরঝি আর মুকুমারীকে আদর করে আমি ডেকে আনিয়েচি, আচাযিামশাই নয় । তাদের খামোক অপমান করার কোন দরকার ছিল না । পরাণ। কিন্তু ওদের দূর করে না দিলে আমরা কেউ জলগ্রহণ করতে পারব না। জ্যাঠাইমা । সে পরশুর কথা । আজ আমার কৰ্ম্ম-বাড়িতে চেঁচামেচি হাকাষ্ট্রাকি করতে আমি নিষেধ কৰুচি । আমি সকলকেই নিমন্ত্রণ করুন, কাউকে বাদ দিতে পারব না । • পরাণ। কিন্তু আমরা কেউ এখানে জলটুকু পৰ্য্যন্ত মুখে দিতে পারব না। জ্যাঠাইমা। আমাকে ভয় দেখাতে বারণ কর রমেশ । দেশে অনাথ আতুর কাণ্ডালের অভাব নেই। আয়োজন আমার ব্যর্থ হবে না, বরঞ্চ সার্থক হবে । রমেশ । (ব্যাকুলকণ্ঠে ) কিন্তু সমস্ত এরা পণ্ড কোরে দিতে চাষ। এর সকল দায় যে তোমার মাথায় পড়বে জ্যাঠাইমা ! জ্যাঠাইমা । এ তোর অন্যায় রমেশ । আমার বাড়ির কাজের দায়িত্ব আমার মাথায় পড়বে না ত কি পরের মাথায় পড়বে ? এখন ওঁদের যেতে বলে দে । ঢের কাজ পড়ে আছে, নষ্ট করবার মত সময় নেই। [ জ্যাঠাইমা অন্তঃপুরে চলিয়া গেলেন। সদর দ্বার দিয়া গোবিন্দ্ব, ধৰ্ম্মদাস ও পরাণ হালদার ধীরে ধীরে প্রস্থান করিল ] রমেশ । ভেবেছিলাম বুঝি আমার কেউ নেই-কিন্তু সবাই আছে যার তুমি श्रांइ छTॉर्छोद्देशः । 歌●净 હાઁ-૨૧