পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিধবা হবার পর শুনেচি ঘর-সংসার কিছুই দেখেন না, সত্যি ? সত্যি বই কি। সব আমাকেই দেখতে শুনতে হয় । বন্দনা উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, উনি তোমার সংশাশুড়ী না মেজদি ? সতী হাসিয়া কহিল, চোখে ত দেখিনি বোন, লোকে হয়ত মিথে কথা दर्छा | * দ্বিজদাস উত্তর দিয়া বলিল, মিথ্যেই বলে । কারণ সংশাশুড়ী মানে দাদার সৎম ত ? মিছে কথা। সৎমা বটে, দাদার নয়, আমার । সে যাক, স্নানাদি সেরে নিয়ে সে আলোচনা পরে হবে, এখন ওপরে চলুন। আচ্ছা, আমি দেখি গে— বোঁদি, আর দেরি ক’রো না, এদের নিয়ে এস। বলিয়া সে আয়োজনের তত্ত্বাবধান করিতে চলিয়া যাইতেছিল, এমনি সময় মাকে দেখিয়া থমকিয়৷ দাড়াইল । - খুব সম্ভব দয়াময়ী খবর পাইয়া আহিকের মাঝখানেই পূজার ঘর ছাড়িয়া চলিয়া আসিয়াছিলেন। বয়স বেশি নয় বলিয়া তিনি বৈধব্যের পরেও সচরাচর অনাত্মীয় পুরুষদের সম্মুখে বাহির হইতেন না, অন্তরালে থাকিয়া কথা কহিতেন, কিন্তু আজ একেবারে ঘরের মাঝখানে আসিয়া দাড়াইলেন। মাথার কাপড় কপালের উপর পর্যন্ত টানিয়া দেওয়া, কিন্তু মুখের সবখানিই দেখা যাইতেছে। 幽 আমার সেজকাকাবাবু মা। আর এইটি আমার বোন বন্দনা। বলিয়া সতী কাছে আসিয়া হঠাৎ শাশুড়ীকে প্রণাম করিল। এমন অকারণে প্রণাম করা প্রথাও নয়, কেহ করেও না। দয়াময়ী মনে মনে হয়তো একটু আশ্চর্ঘ্য হইলেন, কিন্তু সে উঠিয়া দাড়াইতে সক্ষেহে সযত্নে তাহার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলির প্রান্তভাগ চুম্বন করিয়া আশীৰ্ব্বাদ করিলেন, কিন্তু বন্দনার প্রতি চোখ পড়িতেই তাহার চোখের দৃষ্টি কক্ষ হইয়া উঠিল। দিদির দেখাদেখি সেও কাছে আসিয়া প্রণাম করিল, কিন্তু তিনি ম্পর্শ করিলেন না, বরঞ্চ বোধ হয় স্পর্শ র্যাচাইতে এক পা পিছাইয়া গিয়া শুধু অক্ষুটে বললেন, বেঁচে থাক । - কহিলেন, বেইমশাই, নমস্কার । ছেলে-মেয়ের ভাগ্য যে হঠাৎ আপনার পায়ের ধূলো পড়ল। ভদ্রলোক প্রতি-নমস্কার করিয়া কহিলেন, নানা কারণে সময় পাইনে বেনঠাকরুণ, কিন্তু না বলে-কয়ে এমন হঠাৎ এসে পড়ার দোষ মার্জন করবেন। এবারে যখন আগব যথাসময়ে একটা খবর দিয়েই আসব। - দয়াময়ী এসব কথার উত্তর দিলেন না, শুধু বলিলেন, পূজা-আহ্নিক এখনো সারা SDDB BBBS BBB BB DDBS BBS BBB BBB DD BB BBS እ¶