পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ বাড়,য্যে । হা রে মধু, তোদের কি লজ-সরম, চোখের চামড়া পৰ্য্যস্ত নেই ? পাচ ব্যাট-বেটির মতলবে কলকাতা যাওয়া-আসা করতে পাচ-পাচটা টাকা অামার গলে গেলো, আর, এই কি তোদের তাগাদ করবার সময় হ’ল ? কারো সৰ্ব্বনাশ, আর কারো পৌষ মাস, বটে ! দেখলে বাবা রমেশ, এদের ব্যাভারটা একবার দেখলে ? মধু । [ লজ্জিত হইয়া ] অনেক দিনের— বাড়ধ্যে । হ’লই বা অনেক দিনের। এমন করে সবাই মিলে পিছনে লাগলে ত অার গায়ে বাস করা যায় না । [ এই বলিয়া তিনি একরকম রাগ করিয়াই নিজের জিনিষপত্র লইয়া চলিয়া গেলেন । এবং পরক্ষণে বনমালী পাড় ই ধীরে ধীরে প্রবেশ করিয়া রমেশের পায়ের কাছে ভূমিষ্ট প্রণাম করিয়া উঠিয়া দাড়াইলেন ] রমেশ । আপনি কে ? বনমালী। আপনাদের ভৃত্য, বনমালী পাড়,ই। গ্রামের মাইনার ইস্কুলের প্রধান শিক্ষক । রমেশ । [ সসন্ত্রমে উঠিয়া দাড়াইয়া ] আপনি ইস্কুলের হেড মাস্টার ? বনমালী। আপনার ভূত্য । দু’দিন আপনাকে প্রণাম জানাতে গিয়েও দেখা হয়নি । রমেশ । আপনার ইস্কুলের ছাত্রসংখ্যা কত ? 彰 বনমালী। বিয়াল্লিশ জন। গড়ে দু'জন পাশ হয়। একবার নারায়ণ বাড়,য্যের সেজ ছেলে জলপানি পেয়েছিল । - রমেশ । বটে ? বনমালী। আজ্ঞে হ । কিন্তু এ-বছর চাল ছাওয়া না হলে বর্ষার জল আর বাইরে পড়বে না । রমেশ । সমস্তই আপনাদের মাথায় পড়বে ? বনমালী। আজ্ঞে হৰ্ণ । সে এখনো দেরি আছে। কিন্তু সম্প্রতি আমরা কেউ তিন মাসের মাইনে পাইনি। মাস্টাররা বলচেন ঘরের খেয়ে বনের মোষ আর ৰেশিদিন তাড়ানো যাবে না । রমেশ । আপনার মাইনে কত ? বনমালী । ছাব্বিশ। পাই তেরো টাকা পোনের আন । রমেশ । ছাব্বিশ টাকা মাইনে, আর পান তেরো টাকা পোনের আন, এর মানে ? a> 8