পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ឪ្យ বনমালী। গভর্নমেন্টের হুকুম কিনা । তাই ছাব্বিশ টাকার রসিদ লিখে । সব-ইনস্পেক্টারকে দেখাতে হয়। নইলে সরকারী সাহায্য বন্ধ হয়ে যায় । রমেশ । এতে ছেলেদের কাছে আপনার সম্মানহানি হয় না ? বনমালী। না, এ দেশাচার। তা ছাড়া ছেলেরা আমাকে বাঘের মত ভয় করে। বেড়িয়ে পিঠ লাল করে দিই। রমেশ । দেবার কথাই। আর সব মাস্টারের মাইনে কত ? বনমালী । তেইশ টাকা । রমেশ । তেইশ ! একজনের না তিনজনের ? বনমালী। তিনজনের । ন’টাকা, আট টাকা আর ছ’টাকা। এও বেণীবাবু দিতে নারাজ । তিনি বলেন, আট টাকাটা সাত টাকা হলেই হয় ভাল । রমেশ । সে ঠিক। কৰ্ত্ত বুঝি তিনিই ? বনমালী । ই, তিনিই সেক্রেটারি । কিন্তু কখনো একটি পয়সাও দেন না যদু মুখুয্যেমশাইয়ের কন্য। রমা,—সতীলক্ষ্মী তিনি–র্তার দয়া না থাকলে ইস্কুল অনেক দিন পূৰ্ব্বেই বন্ধ হয়ে যেত । রমেশ । বলেন কি ? এ ত শুনিনি । বনমালী। ই, শুধু তার দয়াতেই ইস্কুল চলে ছোটবাবু, আর কারো নয়। একটি ভাইও তার এই স্কুলে পড়ে। এ-বছর তিনিই চাল ছাইয়ে দেবেন বলেছিলেন, কিন্তু কেন যে দিলেন না বলতে পারিনে। হয়ত কেউ ভাঙচি দিয়েছে। , রমেশ । তাও হয় নাকি ? আচ্ছা, আজ আপনি যান, আপনার বেলা হয়ে যাচ্ছে, কাল আপনাদের ইস্কুল আমি দেখতে যাব। বনমালী । যে আজ্ঞে । আপনাদের দয়া হলে আর আমাদের ভাবনা কি ? { এই বলিয়া সে আর একবার হেঁট হইয়া প্রণাম করিয়া প্রস্থান করিল, এবং অন্য পথ দিয়া গোপাল সরকার ও ভজুয়া দ্রুতবেগে প্রবেশ করিল। ] রমেশ । হঠাৎ আপনি এমন ব্যস্ত হয়ে যে সরকারমশাই ? গোপাল। বেণীবাবু ত অত্যন্ত অত্যাচার শুরু করে দিলেন। প্রত্যহ এ ত সহ যায় না ছোটবাবু! রমেশ । ব্যাপার কি ? গোপাল। কাপাসডাঙার বাইশ-বিঘের বন্দটা এখনো ভাগ হয়নি, মুখুয্যেদের সঙ্গে যৌথ আছে। এক অংশ তাদের, এক অংশ বেণীবাবুর, আর এক অংশ আমাদের। সেদিন পাড়ের অত বড় তেঁতুলগাছটা কাটিয়ে তারা দু অংশে ভাগ করে নিলেন, আমাদের একটা টুকরো পর্য্যন্ত দিলেন না। আপনাকে জানালাম, আপনি বললেন তুচ্ছ একটু কাঠের জন্তে ত আর ঝগড় করা যায় না। &〉総