পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रश्म श्]ि বেণী ঘোষালের বাটীর অন্তঃপুরে বিশ্বেশ্বরীর গৃহ । রম প্রবেশ করিয়া সম্মুখের দাসীকে দেখিতে পাইল ] রম । জ্যাঠাইমা কোথায় নন্দর মা ? দাসী। পূজোর ঘর থেকে এখনো বার হয়নি। ডেকে দেব দিদি } রম। তার পূজোর ব্যাঘাত করে ? না না, আমি আসচি। তিনি বেকুলে র্তাকে খবর দিয়ে যে আমি এসেচি । দাসী । আচ্ছা দিদি । [ দাসী প্রস্থান করিল, এবং পরক্ষণে অতি সস্তপণে পা টিপিয়া যতীন প্রবেশ করিল ] झडौँौन । िि ! রমা। ( চমকিয়া মুখ ফিরিয়া ) অ্যা, তুই কোথা থেকে রে ? যতীন । তোমার পেছনে পেছনে এসেচি, তুমি দেখতে পাওনি । [এই বলিয়া সে রুমাকে জড়াইয়া ধরিল ] রম। কি দুই ছেলে রে তুই ! বেলা হ’ল ইস্কুলে যাবিনে ? যতীন। আমাদের যে আজ ছুটি দিদি। রম । ছুটি কিসের রে ; আজ ত সবে বুধবার। যতীন । হ’লই বা বুধবার । বুধ, বেম্পতি, শুক্কুর, শনি, রবি—এক্কেবারে পাচ দিন ছুটি । রম । কেন রে যতীন ? যতীন। আমাদের ইস্কুলের চাল ছাওয়া হচ্ছে যে। তার পর চুনকাম হবে, কত বই আসবে,—চার-পাচটা চেয়ার টেবিল এসেচে,—একটা আলমারি, একটা বড় ঘড়ি এসেচে,—একদিন তুমি গিয়ে দেখে এসে না দিদি। - রমা। বলিস কিরে ? যতীন। সত্যি দিদি। রমেশবাবু এসেচেন না—তিনি সব করে দিচ্ছেন। আরও কত কি তিনি করে দেবেন বলেচেন। রোজ ছ’ঘণ্টা করে এসে আমাদের পড়িয়ে যান । বুমা। ই রে যতীন, তোকে, তিনি চিনতে পারেন ? शाउँौन । इँ ר ל 3 حاجسس فيه