পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रभों রমেশ । না। সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই ? রমা। না, দাসী আছে, সে বাসায় কাজ করচে, চাকরটা গেছে বাজারে। তা ছাড়া আমি ত প্রায়ই এখানে আসি,—সমস্তই চিনি। রমেশ , কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্চেন কেন ? রম । নইলে আপনার খাওয়া-দাওয়ার ভারি কষ্ট হবে । রমেশ । হ’লই বা । তাতে আপনার কি ? রম । পুরুষমানুষকে সব বুঝোন যায়, যায় না শুধু এই কথাটি। আমি রমা। রমেশ | রমা ? রমা। ই । যার সঙ্গে পরিচয় থাকাও আপনার ঘূণার বস্তু,-সেই । রমেশ । কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ? রমা। আমার বাসায় । সেখানে মাসী নেই, ভয় নেই, আমুন। উভয়ের প্রস্থান ] [ পরক্ষণে নিম্নলিখিত ব্যক্তিগণের প্রবেশ । নাপিত ও তাহাকে দ্রুতপদে অনুসরণ করিয়া অপর এক ব্যক্তি। মুখে প্রচুর দাড়ি-গোফ ও মাথায় সুদীর্ঘ কেশ, খানিকট ক্ষুর দিয়া কামানো । এই লোকটি মানোত করিয়া ঠাকুরের কাছে চুল-দাড়ি দিতে আসিয়াছিল। ] যাত্রী। (ব্যস্তভাবে ) নাপিত, নাপিত, তুমি নাপিত নাকি হে ? দাও ত দাদা একটু কামিয়ে। খপ করে একটা ডুব দিয়ে বাবার পূজোটুকু সেরে দিয়ে আসি। বাবার থান, নইলে দুটো পয়সা মজুরী নয়—এই সিকিট নিয়ে দাও দাদা খপ করে । সাড়ে বারটার গাড়ি ধরতে হবে,—ঘরে ছেলেটার আবার দু’দিন জর। দাও দাও, এখানেই বসে যাবো না কি ? নাপিত । ( সিকিট হাতে লইয়া বেশ করিয়া পরীক্ষা করিয়া পরে ট্যাকে গুজিয়া বার দুই তাহার আপাদ-মস্তক নিরীক্ষণ করিয়া) এই যে ! দাড়ি-চুল কে এটো করে দিয়েচে দেখচি ? যাত্রী। এ টো ? এটো কি রকম ? দেখচে বাবার দাড়ি-চুড়া, এ কি আমার ? এ টো কি রকম ? নাপিত। ( হাত দিয়া দেখাইয়া ) এই ত থাবলে দুইই এটো করে দিয়েচে । যাত্রী । এ-টো হয়ে গেল ? এক ব্যাটা নাপতে সিকিট হাতে নিয়ে এইটুকু স্থর বুলিয়ে দিয়ে বলে কৰ্ত্তার সিকিটা অমনি দাও। বললুম, কৰ্ত্তা আবার কে ? এই ত গদিতে পাচ সিকে জমা দিয়ে হুকুম নিয়ে আগচি। বলে, দেখগে তবে , আর কোথাও । সিকি ত গেছেই, রাগ করে উঠে এলুম। দাও দাদা, তোমার স্বাগতয়ায়ের কল্যাণে— $$wወ