পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম দোকানে রেখে কি আর পাচটা টাকা পাবিনে ? সঙ্গে না হয় লোক দিচ্ছি, দোকান দেখিয়ে দেব, তার পরে একদিন ফিরে এলে খালাস করে নিয়ে যাবি। [ একজন স্ত্রীলোককে ঘিরিয়া ৫৭ জন ভিখারিণীর প্রবেশ ] ১ম ভিখারিণী। দে মা তোর ব্যাট-বেটির কল্যাণে— ২য় ভিখারিণী। দে মা একটি পয়সা তোর মেয়ে-জামাইয়ের কল্যাণেওয় ভিখারিণী । দে মা তোর বাপ-মায়ের— ৪র্থ ভিখারিণী। দে মা তোর স্বামী-পুত্তরের— সকলে মহা ঠেলাঠেলি টানাটানি করিত্বে লাগিল ] চুলওয়ালা যাত্রী । চাইনে দাড়ি-চুল দিতে। চাইনে মানোত শোধ করতে । মানোতওয়াল প্রৌঢ়া । এ যে আমার ইষ্টি-কবচ বালা ! বাধা দেব কি করে ? ভিখারী তাড়িত স্ত্রীলোক। ওগো কি সৰ্ব্বনাশ ! কে আমার আঁচল কেটে নিলে ? ভিখারির দল। তোর স্বামী-পুত্তরের কল্যাণে দে একটা পয়সা। দে একটা श्रां४ठ1- - ১ম কৰ্ম্মচারি। ব্যাটা-বোট নিয়ে ঘর করি বাছা । বাবার থান । নাপিত। কামাবে যে গো ? যাত্রী। কামাবো? রইল তারকনাথ মাথায় । চললুম ঘরে ফিরে । [ প্রস্থান ] ভিখারীতাড়িত স্ত্রীলোক , ঘরে ফিরব কি করে গো ! কে আঁচল কেটে নিলে । ভিখারীর দল। দে মা একটা পয়সা । দে মা একটা আধলা । [ বলিতে বলিতে ঠেলিয়া লইয়া গেল ] মানোতওxালা প্রৌঢ়া । দোহাই বাবা তারকনাথ, আমার ইষ্টি-কবচটি আর নিয়ে না । { ছেলের হাত ধরিয়া দ্রুতপদে প্রস্থান ] ১ম কৰ্ম্মচারী। এক টাকার বেশী হোল না আদায় । ২য় কৰ্ম্মচারী। নেই মাগীর আর কিছু। [ প্রস্থান ] নাপিত। যাকৃ, চার গও পয়সাই কোন মাথা খুড়ঙ্গে মেলে ? [ প্রস্থান] ቘቚፎ

    • -२>