পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রক্ষে করে না, দুঃখীকে শুধু দুঃখের পথেই ঠেলে দেয়, তাকেই সমাজ বলে কল্পনা করার মহাপাপ আমাদের নিয়ত রসাতলের দিকেই টেনে নিয়ে যাচ্চে । রমেশ । ( অশ্চির্য্য হইয়া ) সরকারমশাই, এ-সকল কথা আপনি জানলেন কার কাছে । • গোপাল। আমার স্বগীয় মনিবের কাছে। এই মাত্র যে ভৈরবকে উদ্ধার করতে চাইলেন, এ শক্তি আপনি পেলেন কোথায় ? এ র্তারই দয়া । এমনি কোরে বিপন্নকে উদ্ধার করতে তাকে যে আমি বহুবার দেখেচি ছোটবাবু। রমেশ । ( দুইহাতে মুখ ঢাকিয়া) বাবাগোপাল। রাত প্রায় শেষ হয়ে এল বাবু, আপনি একটু শোন । রমেশ । ই শুই । আপনি বাড়ি যান সরকার মশাই । গোপাল সরকার প্রস্থান করিল। রমেশ শয়নের আয়োজন করিতেছিল, সহসা দ্বারের কাছে কি একটা দেখিতে পাইয়া চমকিয়া প্রশ্ন করিল— ] রমেশ । কে ? কে দাড়িয়ে ? [ যতীন দ্বারের কাছে মুখ বাড়াইয়। ] যতীন । ছোড়দা, আমি । রমেশ । ( কাছে গিয়া ) যতীন ? এত রাত্রে ? অামায় ডাকচ ? যতীন | ই, আপনাকে । রমেশ । আমাকে ছোড়দা বলতে তোমাকে কে বলে দিলে ? যতীন । দিদি । রমেশ । রমা ? তিনি কি তোমাকে কিছু বলতে পাঠিয়েচেন ? যতীন। না । দিদি বললেন, আমাকে সঙ্গে কোরে তোর ছোড়দার বাড়িতে নিয়ে চল। ঐ যে ওখানে দাড়িয়ে আছেন । [ এই বলিয়া সে দরজার বাহিরে চাহিল ] রমেশ । ( ব্যস্ত হইয়া সরিয়া আসিয়া) আজ আমার একি সৌভাগ্য! কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে এত রাত্রে নিজে এলে কেন ? এস, ঘরে এস । [ রমা অত্যন্ত দ্বিধাভরে ভিতরে প্রবেশ করিয়া দ্বারের অনতিদূরে মেঝের উপর বসিয়া পড়িল ৷ যতীন দিদির কাছে আসিয়া বসিতে যাইতেছিল ; কিন্তু রমেশ তাহাকে একটি আরাম-কেদারায় জানিয়া শোয়াইয়া দিল ] রমা। রাত আর নেই, ভোর হয়ে এসেচে, (অধোমুখে ) শুধু একটি জিনিস আপনার কাছে ভিক্ষে চেয়ে নেবো বলে আপনার বাড়িতে এসেচি। দেবেন বলুন ? রমেশ । আমার কাছে ভিক্ষে চাইতে? আশ্চৰ্য্য ! কি চাই বল ? રtીર