পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রমেশ । যাই হোক, শোন। কেন জানিনে, সেদিন আমার অসংশয়ে বিশ্বাস হয়েছিল, তুমি যা ইচ্ছে বল, যা খুশি কর, কিন্তু আমার অকল্যাণ তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করি ভেবেছিলাম, সেই যে ছেলেবেলায় একদিন ভালবেসেছিলে, সেই যে হাতে কোরে চোখ মুছিয়ে দিয়েছিলে, হয়ত তা আজও একেবারে ভুলতে পারনি। তাই মনে করেছিলাম কোন কথা তোমাকে না জানিয়ে তোমারি ছাওয়ায় বসে সমস্ত জীবনের কাজগুলো আমার ধীরে ধীরে কোরে যাব, কিন্তু সে-রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে—ও কি ? বাইরে এত গোলমাল কিসের ? { দ্রুতবেগে গোপাল সরকারের প্রবেশ ] গোপাল। ছোটবাবু! ( অকস্মাৎ রমাকে দেখিয়া স্তৰ হইয়া থামিল) রমেশ । কি হয়েচে সরকারমশাই ? গোপাল । পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেচে। রমেশ । ভজুয়াকে ? কেন ? গোপাল। সেদিন রাধাপুরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ । আচ্ছা, আমি যাচ্চি। আপনি বাইরে যান। { গোপাল সরকার প্রস্থান করিল ] রমেশ । যতীন ঘুমিয়ে পড়েচে, সে থাক। কিন্তু তুমি আর একমুহূৰ্ত্ত থেকে না রম, খিড়কী দিয়ে বেরিয়ে যাও । পুলিশ খানাতল্লাশি করতে ছাড়বে না। . রমা । ( উঠিয়া দাড়াইয়া ভীতকণ্ঠে ) তোমার নিজের ত কোন ভয় নেই ? রমেশ । বলতে পারিনে রমা। কতদূর কি দাড়িয়েচে সে ত এখনো জানিনে। রমা । তোমাকেও ত গ্রেপ্তার করতে পারে ? রমেশ । তা পারে | রম | পীড়ন করতেও পারে ? রমেশ ৷ অসম্ভব নয় । বুম । ( সহসা কাদিয়া উঠিল ) আমি যাব না রমেশদ । রমেশ । ( সভয়ে ) যাবে না কি রকম ? রম ! তোমাকে অপমান করবে, তোমাকে পীড়ন করবে-আমি কিছুতেই যাব না রমেশদ । রমেশ । (ব্যাকুল-কণ্ঠে ) ছি ছি, এখানে থাকতে নেই। তুমি কি পাগল হয়ে গেলে রাণী ? : [এই বলিয়া দুই হাত ধরিয়া জোর করিয়া তাহাকে বাহির করিয়া দিল । ওদিকে বহু লোকের পদশা ও গোলমাল স্পষ্টতর হইয়া উঠিতে লাগিল । ]