পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ গরম্ভ ভৈরব আচাৰ্ষ্যি নিজে গিয়ে দরখাস্ত কোরে মামলা তুলে নিয়েচে দেন স্বীকার कद्रष्ट5 ! রমেশ । তার মানে ? গোপাল । তার মানে জমা দেওয়া অতগুলো টাকা অামাদের গেল। আমাদের মাথায় কাটাল ভেঙে তিনজনে এখন বর্থর করে থাবে। গোবিন্দ গাজুলী, বড়বাকু আর ও নিজে । শোনেননি সকাল থেকে আচায্যি-বাড়িতে রক্ষন-চৌকির সানাইয়ের বান্তি ? ঘটা কোরে হবে দৌহিত্রের অন্নপ্রাশন, ওই টাকায় দেশশুদ্ধ বামুনের দল ফলার কোরে বাঁচবে। অথচ আপনার স্থান নেই,-স্থান হয়েচে গোবিন্দ গাঙলীর । আপনাকে করেছে তারা একঘরে’ । রমেশ । ভৈরব আচায্যি ? পারলে করতে সে ? গোপাল। পারলে বৈ কি। পাড়াগায়ের লোকে পারে না যে কি তাই শুধু আমার জানতে বাকী। আমি চললাম । রমেশ । যান। আমি শুধু ভাবি, এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? গোপাল । আমার সাক্ষী আছে, আদালত খোলা আছে, আমি তাকে সহজে ছাড়ব না ছোটবাবু। [ প্রস্থান ] রমেশ । জানিনে আইনে কি বলে। জানিনে কৃতঘ্নতার দণ্ড আদালতে হয় কি-না। কিন্তু থাক্ সে ! আমি নিলাম আজ নিজের হাতে এই ভার। কেবল সহ করে যাওয়াই জগতে পরম ধৰ্ম্ম নয়। [ প্রস্থান ] રા( 8