পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*द्र६-मांश्ठि-अR4ॉई বেণী গেল ছুটি লঙ্ঘিয়া কটি পরশি মেখলা নিতম্বে লুটি চুম্বিয়া পাদদেশ। উজ্জল দু'টি নয়নপ্রাস্তে কজ্জল নিল টানি ফুলধৰ্ম্ম জিনি ভ্ৰযুগ মাঝে দীপ সম টিপখানি । ভরিয়া দু’করে স্বর্ণবিন্দু মার্জিল ধনী বদন ইন্দু নন্দিতে শু্যামসুন্দর-হৃদি-বন্দিতে কমলেশ । রমেশ । আচাযিামশাই কই ? দীহ । ( কাছে আসিয়া) চল বাবা, চল, বাড়ি ফিরে চল । তুমি যে উপকার আচায্যির করেচো সে ওর বাবা করতো না । কিন্তু উপায় ত নেই। কাচ্চা-বাচ্চ নিয়ে সকলকেই ঘর করতে হয়, তোমাকে নেমস্তন্ন করতে গেলে,—বুঝলে না বাবা,-ভৈরবকে নেহাৎ দোষ দেওয়া ও যায় না । তোমরা সব আজকালকার সহরের ছেলে, জাত-টাত ত তেমন মানো না- তাতেই বুঝলে না বাবা,-দু'দিন পরে ওর ছোট মেয়েটা বছর বারোর হ'লে ত,—পার করতেও ত হবে,—আমাদের সমাজের ব্যাপার বুঝলে না বাবা রমেশ । আজ্ঞে ই বুঝেচি । তিনি কই ? নীয়। আছে আছে বাড়িতেই আছে। কিন্তু বামুনকেই বা দোষ দিই কি কোরে । (সকলের দিকে চাহিয়া ) আমাদের বুড়োমামুষের পরকালের ভয়ও ত একটা— রমেশ । সে ত ঠিক কথা। কিন্তু ভৈরব কোথায় ? [ ভৈরবের প্রবেশ ] ভৈরব। (সবিনয়ে বেণীবাবুর উদ্দেশে) দেখুন বড়বাবু, আপনার পাছে কষ্ট হয়— [ অকস্মাং সম্মুখে রমেশকে দেখিয়া বজ্রাহতের ন্যায় স্তব্ধ হইয়া গেল ] রমেশ । ( দ্রুতপদে অগ্রসর হইয়া তাহার একটা হাত সকলে চাপিয়া ধরিয়া ) কেন এমন করলেন ? আজ আমি — ভৈরব। বড়বাবু-গোবিন্দ গাজুলীমশাই-দেখুন না একবার রমেশ । (ভৈরবকে সজোরে একটা বাকুনি দিয়া ) বড়বাবু, গোবিন্দ্ৰ-আজ আমি সবাইকে দেখাবো । বলুন কেন এ-কাজ করলেন ? [ বেণী প্রভৃতি সকলের গ্রুতবেগে প্রস্থান ] ३६९