পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রমা। রমেশদা, ইতরে বিশ্বাস করতে পারে না। কিন্তু তুমি পারবে। তুমি না পারলে সংসারে বিশ্বাস করার কথাটা উঠে যাবে। আমাকে এই ভারটুকু তোমার দিয়ে যাও ! রমেশ (ক্ষণকাল নীরবে তাহার মুখের প্রতি চাহিয়া) আচ্ছা ভেবে দেখি। রুমা । কিন্তু ভাববার ত সময় নেই। আজই তোমাকে আর কোথাও যেতে হবে । না গেলে— রমেশ । (পুনশ্চ তাহার মুখের প্রতি একদৃষ্টি চাহিয়া ) তোমার কথার ভাবে মনে হয়, না গেলে আমার বিপদের সস্তাবনা । ভালো, স্বাই-ই যদি তাতে তোমার লাভ কি ? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও ত কম চেষ্টা করোনি যে, আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেচে। সে-সব কাও এত পুরোনো হয় নি যে তোমার মনে নেই। বরঞ্চ খুলে বলে আমি চলে গেলে তোমার নিজের কি স্ববিধে হয়,--হয়ত তোমার জন্যে আমি রাজি হতেও পারি। রমা। (এই কঠিন আঘাতে রমার মুখ বিধর্ণ হইয় উঠিল, কিন্তু আপনাকে সে সামলাইয়া লইল) আচ্ছা, খুলেই বলচি । তুমি গেলে আমার ভাল কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি । আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ । এই ? মাত্র এইটুকু ? কিন্তু সাক্ষী না দিলে ? রমা। না দিলে আমার মহামায়ার পূজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ থাবে না, আমার বার-ব্রত, ধৰ্ম্ম-কৰ্ম্ম,—ন রমেশদ, তুমি যাও, তোমাকে আমি মিনতি করঢ়ি থেকে, সব দিক দিয়ে আমাকে নষ্ট কোণে না । তুমি যাও—যাও এদেশ থেকে। রমেশ । ( একমুহূৰ্ত্ত মৌন থাকিয় ) বেশ, আমি যাবো। আমার আয়ত্ব কাজ অসম্পূর্ণ রেখেই যাবো –কিন্তু নিজের কাছে নিজেকে কি জবাব দেব ? বুম । জবাব নেই। আর কেউ হলে জবাবের অভাব ছিল না, কিন্তু এক অতি ক্ষুদ্র নারীর অর্থও স্বার্থপরতার উত্তর তুমি কোথায় খুঁজে পাবে রমেশনা! তোমাকে নিরুত্তরে যেতে হবে । বুমেশ । বেশ, তাই হবে । কিন্তু আজ আমার সাধ্য নেই। রম । সত্যিই সাধ্য নেই ? রমেশ । না ? তোমার সঙ্গে কে আছে তাকে ডাকো । রম । সঙ্গে মামার কেউ নেই। আমি একাই এসেচি। রমেশ । একাই এসেচে ? সে কি কথা রাণী,—একলা এলে কোন সাহসে ? রমা। সাহস এই ছিল যে, আমি নিশ্চয় জানতাম এই পথে তোমার দেখা পাবো । তার পরে আমার ভয় কিসের ? સ્વ:ty