পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द्रभl রমেশ । ভালো করোনি রম, অন্ততঃ তোমার দাসীকেও সঙ্গে আনা উচিত ছিল । এই নিস্তব্ধ জনহীন পথে আমাকেও ত তোমার ভয় করা কৰ্ত্তব্য । রম । তোমাকে ? ভয় করবো মামি তোমাকে ? রমেশ । নয় কেন ? রমা। (মাথা নাড়িয়া) না, কোনমতেই না। আর যা খুশি উপদেশ দাও রমেশদা, সে আমি শুনবো । কিন্তু তোমাকে ভয় করবার ভয় আমাকে দেখিয়ো = । রমেশ । আমাকে তোমার এতই অবহেলা ? রমা । হা, এতই অবহেলা । বলছিলে, দাসীকে সঙ্গে না এনে ভালো করিনি । কিন্তু কিসের জন্যে শুনি ? ভেবেচে তোমার হাত থেকে বাঁচবার জন্তে দাসীর শরণাপন্ন হবো ? রমার চেয়ে তোমার কাছে সে-ই হবে বড় ? [ রমেশ নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া রহিল ] মনে নেই সকালের কথা ? সেখানে লোকের অভাব ছিল না। তবু সেই মূৰ্ত্তি দেখে সবাই যখন ভয়ে পালিয়ে গেল তখন কে রক্ষে করেছিল ভৈরব আচাষ্যিকে ? সে রমা। দাসী-চাকরের তখন প্রয়োজন হয়নি, এখনও হবে না । বরঞ্চ, আজ থেকে তুমিই রমাকে ভয় কোরো। আর এই কথাটাই বলবার জন্তে আজ এসেছিলাম । রমেশ । তা হলে নিরর্থক এসেচে। রমা। ভেবেছিলাম তোমার নিজের কল্যাণের জন্যই আমাকে চলে যেতে বলচে । কিন্তু তা যখন নয়, তখন আমাকে সতর্ক করবার প্রয়োজন দেখতে পাইনে । রম । সমস্ত প্রয়োজনই কি সংসারের চোখে দেখা যায় রমেশদ । রমেশ । যায় না তা আমি স্বীকার করিনে। চললাম । [ প্রস্থান ] রম । ( অকস্মাৎ কাদিয়া ফেলিয় ) যে অন্ধ তাকে আমি দেখাবো কি দিয়ে ! રહ ૧ ఉ-ళిe