পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক প্রথম দৃশ্য [ রমার পূজার দালানের একাংশ । দুর্গ-প্রতিমা স্পষ্ট দেখা যায় না বটে, কিন্তু পূজার যাবতীয় আয়োজন বিদ্যমান। সময় অপরাহ প্রায়। এ-বেলার মত পূজার কার্য সম্পন্ন হইয়া গেছে। একধারে রম স্থির হইয়া বসিয়াছিল, তাহার বাটীর সরকার প্রবেশ করিয়া কহিল ] সরকার। মা, বেলা যায়, কিন্তু শূদ্দুরা তো কেউ এলো না। একবার ঘুরে দেখে আসবে কি ? - রমা। কেউ এলো না ? সরকার। কই না । [ "কা হাতে করিয়া বেণী ঘোষালের প্রবেশ ] বেণী ৷ ইস্। এত খাবার-দাবার নষ্ট কোরে দিতে বসেচে দেশের ছোটলোকের দল ! এত বড় আম্পৰ্দ্ধা ! কিন্তু ব্যাটাদের শেখাবো, শেখাবে, শেখাবো ! চাল কেটে যদি মা তুলে দিই তো আমি — [ রমা তাহার মুখের পানে চাহিয়া একটুখানি হাসিল। কিছু বলিল না ] না, না, এ হাসির কথা নয় রম, বড় সৰ্ব্বনেশে কথা ! একবার যখন জানবো এর মূলে কে, তখনই এই এমনি কোরে ছিড়ে ফেলব-মারে হারামজাদা ব্যাটার এ বুঝিসনে যে, যার জোরে তোরা জোর করি সেই রমেশবাবু যে নিজে জেলের ঘানি টেনে মরচেন ! তোদের মারতে কতটুকু সময় লাগে ?-ভৈরব আচাযিাকে ছুরি মারতে ঢুকেছিল, হাতে এতে বড়ো ভোজালি স্পষ্ট প্রমাণ করে দিলাম। কই, কোন শালা আটকাতে পারলে না ? অারে মনে করি যদি তো রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারি যে ! আচ্ছা—আরো খানিকটা দেখি, তার পরে—শাস্তরে বলেচে যথা ধৰ্ম্ম তথা জয় । শুদ্ধৰ্ব হয়ে বামুনবাড়ির ধৰ্ম্ম-কৰ্ম্মের ওপর আড়ি ? আচ্ছা— [ প্রস্থান ] [ ধীরে ধীরে বিশ্বেশ্বীর প্রবেশ ] বিশ্বেশ্বরী। রমা ! प्रभाँ ! ८कन शां ?

¢ህም