পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এরং-সাহিত্য-সংগ্ৰহ গিয়ে বলতে হবে সনাতন । তুই যাচাইবি তাই দেব। তোর সেই সাবেক ছবিধে জমি ছাড়িয়ে নিতে চাস্ত তাই পাবি । ঠাকুরঘরে বসে দিব্বি করচি সনাতন, বামুনের কথাটা রাখ। সনাতন। সে দিনকাল আর নেই বড়বাবু—:দ দিনকাল আর নেই। ছোটবাৰু সব উণ্টে দিয়ে গেছেন। গোবিন্দ। বামুনের কথা তা হলে রাখবিনে বল ? সনাতন। (মাথা নাড়িয়া) না । বললে তুমি রাগ করবে গাঙলিমশাই, কিন্তু সেদিন পীরপুরের নূতন ইস্কুলঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছকতক স্থতো ঝোলানো থাকলেই বামুন হয় না। আমি ত আর আজকের নই ঠাকুর, সব জানি। যা কোরে তোমরা বেড়াও সে কি বামুনের কাজ ? তোমাকেই জিজ্ঞাসা করচি দিঠিাকরুণ, তুমিই বল দিকি ! [ রমা নিরুত্তরে মাথা হেঁট করিল ] সনাতন। (মনের আক্রোশ মিটাইয়া বলিতে লাগিল ) বিশেষ কোরে ছোড়াদের দল। এই দুটো গায়ের যত ছোকরা সন্ধের পরে সবাই গিয়ে জোটে মোড়লের বাড়িতে। তারা ত স্পষ্ট বলে বেড়াচ্ছে জমিদার ত ছোটবাবু। আর সব চোর-ডাকাত । তা ছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয় কারুকে করব না। আর বামুনের মত থাকে ত বামুন, নইলে, আমরাও যা তারাও তাই । বেশী। (আতঙ্কে পরিপূর্ণ হইয়া) সনাতন, আমার ওপরেই কেন এত রাগ, বলতে পারিস ? সনাতন । তা আর পারিনে বড়বাৰু? আপনিই যে সকল নষ্টের গোড়া তা কারও জানতে বাকী নেই। - [ বেণী চুপ করিয়া রহিল ; ভয়ে বুকের ভিতর তাহার ঢিপ ঢপ করিতেছিল ] বিশ্বেশ্বরী। গাঙ্গুলী-ঠাকুরপো ; ছোটলোকের মুখে এত আম্পৰ্দ্ধার কথা শুনেও যে বড় চুপ করে আছ ? বেণী বক্ৰচক্ষে মায়ের প্রতি ক্রুদ্ধ দৃষ্টিপাত করিয়াও নীরব হইয়া রহিল ] গোবিন্দ। ই সনাতন, বিপিন মোড়লের বাড়িতেই তা হলে আড্ডা বল ? সেখানে কি করে তারা বলতে পারিস ? সনাতন। কি করে তা জানিনে। কিন্তু ভাল চাও ত কু-মতলব কোরো না ঠাকুর। তারা ছোট-বড় সবাই ভাই সম্পর্ক পাতিয়েচে । এক মন, এক প্রাণ। ছোটবাবুর জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে আছে, তার মধ্যে গিয়ে চকমকি ঠুকে আগুন জলিতে যেয়ে না গাঙলীমশাই। এই তোমাদের সাবধান করে দিয়ে গেলাম । २♚३