পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম . সনাতন প্রস্থান করিলে সকলেই কিছুক্ষণ নিঃশবে থাকিয় ] বেণী । ব্যাপার শুনলে রমা ? [ রমা মুচকিয়া হাসিল, কথা কহিল না। হাসি দেখিয়া বেণীর গা জলিয়া গেল ] বেণী । শালা ভৈরবের জন্যেই এত কাও। আর তুমি না যাবে সেখানে, না তাকে ছাড়িয়ে দেবে তো এ-সব কিছুই হয় না । খেতে শাল মার,—তোমার কি ! [ রমা পুনরায় একটু হাসিল, জবাব দিল না ] বেণী । তুমি ত হাসবেই রমা। মেয়েমানুষ, বাড়ির বার হতে ত হয় না— কিন্তু আমাদের উপায় কি হবে বল ত ? সত্যি-সত্যিই যদি একদিন মাথা ফাটিয়ে দেয় ? মেয়েমানুষের কাজ করতে গেলেই এই দশা হয়। [ রমা বিস্মিত-মুখে শুধু তাহার মুখের দিকে চাহিয়া রহিল ] বেণী। গোবিন্দ-খুড়ো, চুপ করে বসে থাকলে কি হবে? আমার দারোয়ান আর চাকর দু'জনকে একবার ডেকে পাঠাও না ? গোটা দুই আলো যেন সঙ্গে কোরে আনে । গোবিন্দ । এস না, বাইরে গিয়ে ডাকতে পাঠাই । আর ভযুট কিসের ? না হয়, আমি নিজে গিয়ে তোমাকে বাড়ি পর্য্যন্ত পৌঁছে দিয়ে আসব। [ উভয়ের প্রস্থান ) দ্বিতীয় দৃশ্য [ জগন্নাথ ও নরোত্তমের প্রবেশ। জগন্নাথের হাতে একগাছা মোটা লাঠি ] নরোত্তম । এই পথ, এইখান দিয়েই যাবে। জগা, এখনো বল, সাহস হবে ত? জগন্নাথ। সাহস হবে না কি বুে ! শাস্তি নিতে রাজি হয়েই ত শাস্তি দিতে দাড়িয়েচি। অনেক দুঃখু দিয়েচে । মা দুর্গ ! শুধু এই করে, আজ যেন একটা কাজের মত কাজ করে যেতে পারি। যেন হাত না কাপে । নরোত্তম । হাত কঁপিবে কি রে ? জগন্নাথ। তা পারে। বাপ-পিতামোর কাল থেকে মার খাওয়াটাই অভ্যাস হয়ে আছে কিনা ! তাই শেষ পর্য্যস্ত হাত যদি না ওঠে ত জানবি হাতের দোষ, আমার নয় । 説も。"