পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রমা বেশী। ভগবানের দণ্ড রমেশ,—এ যে তারই রাজ্য, এ কি সবাই মনে রাখে ? জগদীশ্বর । চল ভাই, ঘরে চল । সকলের প্রস্থান ] श्रश्निभ श्चि রমার কক্ষ [ রমেশ প্রবেশ করিয়া রমাকে দেখিয়া চমকাইয়া গেল ] রমেশ । তোমার এত অমুখ করেচে তা ত আমি ভাবিনি ! [ রমা শয্যা হইতে উঠিয়া রমেশের পায়ের কাছে প্রণাম করিল ] রমেশ । এখন কেমন আছ রাণী ? রম । আমাকে আপনি রমা বলেই ডাকবেন। রমেশ । বেশ তাই। শুনেছিলাম তুমি অস্বস্থ ছিলে। এখন কেমন আছ এই খবরটাই জানতে চাচ্ছিলাম। নইলে, নাম তোমার যাই হোক, সে ধরে ডাকবার .আমার ইচ্ছেও নেই, আবস্তকও নেই। রমা। এখন আমি ভাল আছি। আমি ডেকে পাঠিয়েচি বলে আপনি হরক্ত খুব আশ্চৰ্য্য হয়েচেন, কিন্তু রমেশ । না হইনি। তোমার কোন কাজে আশ্চৰ্য্য হবার দিন আমার কেটে গেছে । কিন্তু ডেকে পাঠিয়েচ কেন শুনি ? রমা । (ক্ষণকাল অধোমুখে নিক্ষত্তর হইয়া থাকিয়া ) রমেশদা, আজ ছুটি কাজের জন্তে তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেচি। কত যে অপরাধ করেচি সে ত জানি, তবুও আমি নিশ্চয় জানতাম তুমি আসবেই। আর আমার এই শেষ অনুরোধ দুটিও অস্বীকার করবে না । [ বলিতে বলিতে অশ্রুভারে গলা তাহার ভাঙিয়া আসিল ] রমেশ । কি তোমার অনুরোধ ? যুমা। (চকিতের স্কায় মুখ তুলিয়াই পুনরায় আনত করিল) পীরপুরের যে বিষয়টা বড় তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের। বাবা বিশেষ করে আমাকেই সেটা দিয়ে গেছেন। তার পোনর আন আমার, এক জানা তোমাদের। সেইটেই তোমাকে আমি দিয়ে যেতে চাই । ፰ ዓ »