পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কই, বললেন না ? বলুন ? দ্ধিজুর চমক ভাঙিল। কহিল, যদি বলি, আপনাকেই প্রথম বলব। বৌদিদিকেও আজও বলিনি । সে বোঝাপড়া তিনি করবেন । আমি কিন্তু না শুনে-- * বলা যে উচিত নয় এ-সম্বন্ধে দ্বিজুর সংশয় ছিল না, কিন্তু অনুরোধ উপেক্ষ করারও তাহার শক্তি রহিল না। হতবুদ্ধির মত মিনিট-খানেক চাহিয়া থাকিয়া কছিল, বাবা আমাকে বস্তুত কিছুই দিয়ে যাননি । বন্দন চমকিয়া উঠিল—ইস্! মিছে কথা। এ হতেই পারে না । প্রত্যুত্তরে দ্বিজু মাথা নাড়িয়া শুধু জানাইল—পারে। কিন্তু তার কারণ ? বাবার বোধ হয় ধারণা জন্মেছিল, আমাকে দিলে সম্পত্তি র্তার নষ্ট হয়ে যেতে श्रृंॉtष्ट्र । এ ধারণার কোন সত্যিকার হেতু ছিল ? 暴 ছিল। আমাকে বাচাবার জন্য একবার বহু টাকা নষ্ট হয়ে গেছে বন্দনার মনে পড়িল এই ধরনের একটা ইঙ্গিত একবার সতীর চিঠির মধ্যে ছিল। জিজ্ঞাসা করিল, বাবা উইল করে গেছেন ? দ্বিজদাস কহিল, এ শুধু দাদাই জানেন। তিনি বলেন, না। বন্দন নিশ্বাস ফেলিয়া কহিল, তবে রক্ষে। আমি ভাবচি বুঝি তিনি সত্যই উইল করে আপনাকে বঞ্চিত করে গেছেন। দ্বিজদাস কহিল, তার নিজের ইচ্ছের অভাব ছিল না, কিন্তু মনে হয় দাদা করতে দেননি । দ্বাদ করতে দেননি ? আশ্চৰ্য্য ! দ্বিজু হাসিয়া বলিল, দাদাকে জানলে আর আশ্চৰ্য্য মনে হবে না। সন্ধ্যে হয়ে গেছে, ঘরে তখনে চাকর আলো দিয়ে যায়নি, আমি পাশের ঘরে একটা বই খুঁজছিলাম, হঠাৎ বাবার কথা কানে গেল! দাদা বললেন, না। বাবা জিদ করতে লাগলেন, মা কেন বিপ্রদাস ? অামার পিতা-পিতামহকালের সম্পত্তি আমি নষ্ট হতে দিতে পারব না। পরলোকে থেকেও আমি শাস্তি পাব না। তবুও দাদা জবাব দিলেন, ন, লে কোনমতেই হতে পারে না। বাবা বললেন, তবুও তোমারি হাতে আমি সমস্ত খেখে গেলাম। যদি ভাল মনে কর দিয়ে, যদি তা না মনে করতে পার, তাকে দিয়ে৷ ন। এর পরেও বাবা জ্ব-তিন বছর ছিলেন, কিন্তু আমি নিশ্চয় জানি, তিনি র্তার মত পরিবর্তন করেননি। ልቁ