পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রম বিশ্বেশ্বরী। পারিস ত নিজেই তাকে বসি রমেশ, আমার আর সময় নেই। [ প্রস্থান ] যতীনকে সঙ্গে লইয়া রম প্রবেশ করিল। তার পরিধানে দূরে বাহিরে যাইবার পরিচ্ছদ ] রমেশ । (সবিস্ময়ে ) এ কি ! এত রাত্রে এ বেশ কেন ? রম । যাত্রা করে বেরিয়ে এলাম রযেশদা, রাত আর নেই । যাবার আগে ফুটি কাজ বাকি ছিল । এক তোমার পায়ের ধূলো নেওয়া, আর যতীনকে তোমার হাতে তুলে দেওয়া। রমেশ । এ ভার আমাকেই দিয়ে যাবে রমা ? রমা। প্লমা ত নয়, রাণী । তার সবচেয়ে অাদরের ধন এই ছোট ভাইটি। তাকে ভূমি ছাড়া আর কে নিতে পারে রমেশদ ? রমেশ । কিন্তু এর কত বড় দায়িত্ব—-এ অনুরোধ রমা— য়ম ৷ এখনো রমা—? কিন্তু এ ত অনুরোধ নয়, এ তার দাবি । এই দাবি নিয়েই সে সংসারে একদিন এসেছিল, এই দাবি নিয়েই সে সংসার থেকে যাবে। এ দাবির ত অস্ত নেই রমেশদ,-একে তুমি ফাকি দেবে কি কোরে ? এই নাও। { এই বলিয়া সে যতীনকে তাহার হাতে দিয়া পায়ের নীচে গড় হইয়া প্রশাম করিল ] যবনিক পতন ११é