পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

না। আমি ছাড়া ওর ভাইও চুতে সাংস করবে না মা। আজকের দিনটা যাকৃ। . দিগম্বর বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা, আচ্ছ, তুই কাপড় ছাড়গে যা। ইপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়। বালিশের আড় সেলাই করিতেছিলেন, নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা সৰ্ব্বনাশ হয়েচে । দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েচে । সে ইস্কুল থেকে এসে আর কাউকে বাচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটির আসিয়া দেখিলেন, সত্যই গাছ নাই । বলিলেন, মা, রামের গাছ কি হ’ল ? দিগম্বরী মুখখান হাড়িপনা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বলিলেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন, সেটা শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। ইস্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সৰ্ব্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল । বই-খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চীৎকার করিয়া উঠিল, বোঁদি, আমার গাছ ? • ‘ . - নারায়ণী মাধৱ হইতে বাহিরে আসিয়া বলিলেন, বলচি, এদিকে আয়। , , । না, যাব না। কই আমার গাছ ? : এদিকে আয় না বলচি। - - রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া, মাথায় মুখে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বখগাছ পুতিতে আছে রে ? ... 3 রাম শাস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয় ? নারায়ণী হাসিয়া বলিলেন, তা হলে বাড়ির বড়বে.মরে যায় যে ! রাম একমুহূর্বে মান হইয়া গিয়া বলিল, যাঃ, মিছে কথা। : নারায়ণী হাসিমুখে বলিলেন না রে, মিছে কথা নয়, পাঞ্জিতে লেখা আছে। কই, পাজি দেখি ? : *. নারায়ণী মনে মনে বিপদগ্ৰস্ত হইয়া অকস্মাং গভীর বিস্ময় প্রকাশ কৰিয়া । বলিলেন, তুই কি ছেলে রে মঙ্গলবার পাদির নাম করতে নেই-তুই দেখবি কি ৷ রে । এ-কথা যে ভোলাও জানে,জাছা, ডাকু তাকে । * s & ఫిbr و عسلویه ،