পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo-stifo-ordio এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বন্ধুর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এ আমি জানি। কিন্তু ফেলে দিলে আর দোষ মেই, না বৌদি ? * নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। র্তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মূছকণ্ঠে বলিলেন, স্থা রে রাম, আমি মরে গেলে তুই কি করবি ? - রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যাঃ, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে! এবারে রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্তে বলিল, তুমি বুডো বুঝি ? একটি দাতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব। নাইতে যাব আর ফিরে আসধ না । কেন বৌদি ? তোর জালায । আমার মাকে তুই দেখতে পারিসনে, দিনরাত ৰুগড়া করিস, সেইদিন তোরা টেব পাবি, যেদিন আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, জামি আর কিছু বলব না। কিন্তু ও কেন আমাকে অমন ক’রে বলে ? বললেই বা । উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালবাসিস, ও কেও তেমনি ভালবাসধি । রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। এইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ তের ধংসর বাড়িয়া উঠিয়াছে, কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে জানিবে ! এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য! নারায়ণী আদ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে বল ? ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকৰ্ম্ম নেই নারালি ! দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেট যে ওদিকে १fनः श्ांश्च ८*ण । রাম তৎক্ষণাং মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুইটা হিংস্ৰ শ্বাপদের ছায় कलिग्न छैटैण । নাগলী লো দি তাহার কের উপর টানি ইয়া মাকে দিলেন ছেলেট সারা হয়ে গেল কিলে ? किएन ? वर्ष ! पनेिबाहे त्रिश्न्त्री थइन कब्रिट्णन । ጳ»ቈ