পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামের মুমতি বা মাইয়া বলিবার মত একটা মিথ্যাকথাও তিনি খুজিয়া পাইলেন না। স্বাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল, ও ডাইনীর আমি গল টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়া বলিলেন, চুপ কর পাজি, মা হয় যে । দিন-চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া 'উঃ আঃ করিয়া বার-দুই জল খাইয়া রাম ভাতের থালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল—ঐ ডাইনী-বুড়ীর রান্না আর আমি খাব না, কথখন খাব না, ঝালে মুখ জলে গেল, বৌদি-ও-বৌদি– চিৎকার শুনিয়া নারায়ণী আহিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। রাম রাগে কাদিয়া ফেলিল-আমি কখখন খাব না, কখখন খাব না-ওকে দূর করে দাও । বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল । নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বার বায় বলি, তরকারীতে এত ঝাল দিও না, এত ঝাল খাওয়া এ-বাড়ির কারো অভ্যাস নাই । দিগম্বর অগ্নিমূৰ্ত্তি হইয়া বলিলেন, ঝাল আবার কোথায় ? ছুটি লঙ্কা শুধু গুলে দিয়েচি, এতেই এত কাণ্ড । নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই দিলে মা দুটো লঙ্কা । কেউ যখন খায় না, তখন— চুপ কর নারাণি, চুপ কর। রান্না শেখাতে আসিসনে আমাকে, চুল পাকালুম এই করে, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে । ধিক্ আমাকে ! নারায়ণী আর কোন কথা না ঘলিয়া রান্নাঘরে গিয়া নূতন করিয়া "ধিবার যোগাড় করিতে লাগিলেন । দিগম্বরী হুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চৈস্বরে কাদিয়া উঠিলেন, ভাই রে ! কোথায় আছিল, একবার ডেকে নে ! আর সন্থ হয় না ! যা মুখে আলে, আমাকে তাই বলে গাল দেয় রে! আমি বুড়ী! আমি ডাইনী। আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে-জামায়ের ভাত খেতে এসেচি– আমার গলায় দড়ি জোটে না ! এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভাল। স্বরে, আয় মা, আমরা যাই, এ-বাড়িতে আর জলস্পর্শ করব না। श्द्रश्नौ कैन कैन श्बा याछद्र कारह जानिया १फ़ाश्ञाहिण, त्रिषदी उंशत्र হাত ধরিয়া চলিয়া যাইতে উত্তত হইলেন। २$४