পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টুকিয়ে দিয়েছেন। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুদ্ধ দৃষ্টি ছিল। বড় ক্লইমাছের মুড়ার সম্বন্ধে বিধবার মনের ভাব অমুমান করিতে নাই। সুতরাং লোভ তাহার নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোন একটা কাজে, স্বহস্তে রাধিয়া সব্রোহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেক দিন হইতে তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাং কাঞ্জিক-গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়া, জেলেদের মোট জাল চাহিয়া আনাইয়া, প্রজা ভগা বাগীকে চার আন বক্সি কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সে দুইটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে-ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্ট-চিত্তে জপে বসিয়াছেন । এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞান-শূন্ত করিয়া তুলিল। তাহার দাত কিড় মিড় করা অভ্যাস ছিল। তিনি অকস্মাং দাতে দাত ঘসিয়া, গলার মালাটা উচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, ওরে, কি শত্তর আমার! কবে ছোড়া মরবে রে, আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মূপে এখনো জল দিইনি ঠাকুর । যদি সত্যির হও, যেন তে-রাত্তির না পোহায় । - - - -> কাছে বসিয়া নারায়ণী তরকারী কুটিতেছিলেন । তিনি বিদ্যুদবেগে উঠিয়া দাড়াইয়া চেচাইয়া উঠিলেন, মা ! শুনিয়াছি সস্তানের মুখে মাতৃ সঙ্গোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃ-সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ঐ এক অক্ষরের ডাকে দিগম্বীর বুকের রক্ত হিম হইয়া গেল। কিন্তু নারায়ণীও আর কিছু বলিতে পারিলেন না। দেখিতে দেখিতে তাহার দুই গণ্ড বাহ্যিা টপ টপ করিয়া জল ঋরিয়া পড়িতে লাগিল। ক্ষণেকপরে চোখ মুছিয়া যেখানে রায় পড় তৈরি করিতেছিল সেইখানেই আসিয়া দাড়াইলেন । - কঠোর-স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগা বাগীকে মেরে স্থাকিয়ে দিয়েচিম ? রাম চমকাইয়া শ্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূৰ্ত্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল, এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টানা করিয়া ওদিকের দরজা দিয়া উদ্ধশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না, ফিরিয়া আসিয়া ভগা বাগীকে ডাকিয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন । হুকুম পাইয়া ভগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাও ই ঘাড়ে করি আনিয়া ধড়া করির উঠানের মাঝখানে ফেলিয়া দিল। - . . . . - নারায়ণী রান্নাঘরের দরজায় দাড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিগেন, ওরে, একে ঘাটে ধরিনি ত ? এ রামের কাঞ্জিক-গণেশ नश्व उठ ? ኧወፃ هستن