পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামের মুমতি তাহাকে খাওয়াইবার জন্ধে রাত্রে নারায়ণী টানাটানি কয়িতে লাগিলেন, য়াম র্তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিল, এবং সমস্ত দিন উপবাসের পর গোটা পাঁচ-ছয় ভাত মুখে দিয়া উঠিয়া গেল । দিগম্বরী আড়ালে দাড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বল, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শুামলাল জিজ্ঞাসা করিলেন, উপোস কেন ? দিগম্বরী কাল্লার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার একশ’ ঘাট হয়েচে বাবা! কিন্তু কেমন করে জানব বল, পুকুর থেকে বামুন-ভোজনের জন্তে একটা মাছ ধয়ালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় ! খামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেতা, কি হয়েচে রে ? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোটবাবুর গণেশ । খামলাল চমকিত হইয়া বলিয়া উঠিলেন, রেমোর কাৰ্ত্তিক-গণেশের একটা মা কি ? নেত্য বলিল, হ্যা । আর বলিতে হইল না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুধিয়া লইয়া বলিলেন, রাম খায়নি বুঝি ? নেত্য বলিল, না । , হামলাল বলিলেন, তবে আর খেতে বলে কি হবে ? সে খায়নি, ও খাবে কি ? দিগম্বরী বলিতে লাগিলেন, এমন কাও হবে জানলে বামুন ধাওয়াবার কথাও छूलङ्का मा दावा ! ७ निख कनई बी एकूण निध्य भाइ शशारज, कनहे व ७शन করটে, তা সে ও-ই জানে। আমি ত চুপ করেই ছিলাম। তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে এক দণ্ডও থাকতে আর ভরসা হয় না । একটুখানি চুপ করিয়া রীতিমত কান্নার স্বরে পুনরায় শুরু করিলেন, কপাল আমার এমন করে যদি না-ই পুড়বে, অমন ভাই বা মরবে কেন, আমাকেই বা লাথি-বাট খেয়ে এখানে থাকতে হবে কেন ? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোড় করে বলচি, আমাদের একটা-কিছু উপায় তোমাকে করে দিতে হবেই। খামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু স্থা না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাড়াইয়া নিজের মায়ের এই নিলজি ঠকামোয়, লজ্জায় সরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার ! মোরটা একবার খুলে দে ! য়াম জাগিয়া ছিল, কিন্তু সাড়া দিল না। 歌争需