পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখ 1 এমন একটা কাও আস্থপূৰ্ব্বক বলিতে মা পাইয় তাহার পেট ফুটিতে লাগিল । - - - • , * x সে কাগুটী- সংক্ষেপে এই—গ্রামের স্কুলে জমিদারের এক ছেলে পড়ত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাধিল । বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে, শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত। কেন না, শ্মশানকালীর জিভ বড় ! । , রাম প্রতিবাদ করিয়া বলিল, না শ্মশানকালীর জিভ একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়! কিছুদিন পূৰ্ব্বে পাড়ায় টানা করিয়া রক্ষাকালীর পুজা হইয়া গিয়াছিল, সে স্থতি রামের মনে উজ্জল ছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালীর জিভ ত এতটুকু ! - রাম ক্রুদ্ধ হইয়া বলিল, কি, এতটুকু কথখনো না। এই এত বড়। এতটুকু জিভ হলে কি কখনও পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই ত রক্ষাকালী নাম । * : * , তারপর আর দুই-একটা কথা, এবং তার পরই ঘুযাধুষি। জমিদারের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খাইল । নাক দিয়া ফোটা,জুই রক্ত বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাও ইতিপূৰ্ব্বে ঘটে নাই। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত ! অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া , ছেলেটিকে লইয়া দরকার করিতে ছুটলেন । বলা বাহুল্য, রামলাল বহু পূৰ্ব্বেই অন্তর্বান হইয়াছিল। j . . . . . . . ভোলা ফিরিয়া আসিয়া বলিল, দাঠাকুরকে পাওয়া গেল না । অনতিকাল পরে হামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠানে দাড়াইয়া বলিলেন, ওগো গুমচ ? এ গ্রাম থেকে বাস উঠাতে হ’ল দেখচি। চাকরি করে দু'পয়সা ঘরে আনছিলুম, তাও বোধ করি এবার ঘুঢ়ল। নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক-কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন না ? ' ' খামলাল ঘাড় নাড়িয়া বলিলেন, বাৰু শিবতুল্য লোক, তাই মাপ করেচেন, কিন্তু আরো পাঁচজন আছে ত। দিন দিন এক একটা নূতন ফ্যাপাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি, বল । রাম কই ? “; , , , , - # 1 . : নারায়ণী বলিলেন, সে এখনো আসেনি। বোধ করি ভয়ে পালিয়েছে । গম্বলাল গম্ভীর হইয়াবলিলেন, পালালও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সংমার ছেলে, লোকে নিন্দ করবে, তাই ত এতদিন কোনমতে সহ করে । dمد , ছিলুম, কিন্তু আর নয়। এখন নিজের প্রাণ বাচাতে হবে। . . . . . vరి• ).