পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেচে, তুমি এ-ঘরে ঢুকলে পা ভেঙে দেবে } রাম খাটের উপর নারায়ণীব পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেস দিয়া বলিলেন, স্বরে, বল না তোর দাদাবাৰু কি বলেচে ওকে। স্বরধুনী মুখস্থের মত গড়-গড় করিয়া বলিয়া গেল— দাদাবাবু বলেচে, তুমি এখানে এসো না । কাল সকালে সব—কি মা ? দিগম্বরী বলিলেন, বিষয়-সম্পত্তি । স্বরধুনী বলিল, বিষয়-সম্পত্তি কাল ভাগ-বাটরা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না—ন্যাক মেয়ে ! স্বরধুনী বলিল, দাদাবাবু দিব্যি দিয়েচেন দিদিকে,—খেতেও দেবে না, কথাও বলবে না—বললে দাদাবাবু— নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েচে হয়েচে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা! তুমি মানুষ-জনকে আধ-খুন করে ফেলবে—সে দিব্যি না দিয়ে আর করে কি ! আমি ত বাপু কিছুতে তার দোষ দিতে পারব না–তা যে যাই বলুক । এ-বাড়িতে তোমার আসা-যাওয়া খাওয়াদাওয়া আর চলবে না। ওকে সোয়ামীর মাথার দিব্যি ত মানতে হবে ? & স্বরধুনী বলিল, মা, ভাত দেবে চল না। দিগম্বর বিরক্ত হইয়া বলিলেন, সবুর কর বাছা। রাম তখনও বসিয়া আছে ; এমন অবস্থার ঘরে-দোরে আগুন ধরিয়া গেলেও ত fতনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুণ্ডিতে লাগিল, কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোন কথার ভ্যাংচানি তাহার বুকের উপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল । একবার সে কাদিতে পারিল না, একবার বলিতে পরিল না, আর করব না বৌদি P এই একটা কথা অনেক আপদে-বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে—আজ তাঁহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল । এমন সময়ে নারায়ণী ক্লাস্তভাবে বলিলেন, স্বরে, যেতে বল ওকে। এবার সে কায় চাপিয়া বলিয়া উঠিল, যেতে বল্ ওকে ! আমার ক্ষিদে পায় না বুঝি ! সেই ত কখন খেয়েচি ! নারায়শী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তা হলে দশ হাতে খেতো ! আমি জানিনে—যাক ও নেতার কাছে । &५ ॐ