পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামের সুমতি যাক না নেত্যর কাছে । আমি কারো কাছে যাব না—জামি না খেয়ে উপোস করে শুয়ে থাকব। বলিতে বলিতে রাম দুম দুম করিয়া পা ফেলিয়া বাড়ী-ঘর কৰ্ণপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নেত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু ७%, थोe । * রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ, পোড়ামুখী—দূর হ। নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল, রাম থালা-গলাস ঝন ঝন করিয়া উঠানের উপর ছুড়িয়া ফেলিয়া দিল । সকালবেলা খামলাল কাজে চলিয়া যাবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল—আমি দিব্যি মানিনে ! ও ভারি দিব্যি ? ও কে যে দিব্যি দেয় ? ও কি আমার আপনার দাদা ? ও কেউ নয়, ওর কথা আমি মানিনে। আমি কি ওকে মেরেচি ? বুড়ী ডাইনীকে মেরেচি। ও ত শুধু বৌদিকে লেগেচে, তবে ওরা কেন দিব্যি দিতে আসে ! এ-সকল কথার কেহই জবাব দিল না, খানিক পরে সে স্বর বদলাইয়া বলিতে লাগিল—বেশ ত ! ভালই ত ! নাই কথা কইলে, নাই খেতে দিলে। আমি মজা করে রাধব—ভাত, ডাল, ভাল ভাল তরকারি, মাছ—একলা বেশ পেট ভরে খাব ৷ আমার কি হবে ? & এ-কথারও কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া খন-খন ঝন ঝন্‌ শবে,খাল, খটি বাট নাড়িয়া-চাড়িয়া কাজ করিতে লাগিল। হাক-ডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল । সমস্ত নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়াছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও-বাড়ি মাসনে। ও-বাড়ির, কেউ যদি এদিকে আসে, তার পা ভেঙে দিবি–বুঝলি ভোলা, নেত্য আক্ষক একবার এদিকে । নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতুহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিস্ ফিস করিয়া বলিতে লাগিলেন, জাহা বাছার কি বুদ্ধি। উনি আবার ভাল তরকারি রোধে খাবেন। একটা পেতলের ছাড়িতে প্রায় এক কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েচে– তাতে জল দিয়েচে এক ফোটা । একজন খাবে ত, রাধচে দশজনের, তাই বা সেদ্ধ হবে কি করে । পুড়ে আঙরা উঠবে যে ! ঐ ইাড়িতে কি অত চাল ধরে, ন, ঐটুকু জলের কৰ্ম্ম! আবার র"াধিয়ে বলে দেমাক আছে! রাধি বটে আমরা, কিন্তু দেমাক কত্রে জানিনে। ভাত রাধব, তা এমন জল দেব, আর দেখতে হবে না-চোখ বুজে । সেৰু হবে। কই রাধুক দিকি আমার সঙ্গে। লোক খেয়ে কারটা ভাল বলে দেখি। ۹ به اش