পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পরণে কুঞ্চিত ঢাকাই কাপড়, সার্টে এসেন্স মাখান, পায়ে মখমলের কাজ-করা শ্লিপার —ছায়া স্বহস্তে ফুল তুলিয়া দিয়াছে। লাইব্রেরীতে এক-ঘর পুস্তক, বাটতে বিস্তর দাস-দাসী । টেবিলের ধারে বসিয়া যজ্ঞদত্ত পত্র লিখিতেছিল। সম্মুখে মস্ত মুকুর। পর্দা সরাইয়া ছায়াদেবী সাবধানে প্রবেশ করিল। ইচ্ছা, চুপি চুপি চোখ টিপিয়া ধরে ; পিঠের কাছে আসিয়া হাত বাড়াইতে গিয়া সম্মুখে দর্পণে নজর পড়িল । দেখিল, যজ্ঞদত্ত তাহার মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতেছে। স্বরমাও হাসিয়া ফেলিল ; বলিল, কেন দেখে ফেললে ? যজ্ঞ । সেটা কি আমার দোষ ? সুরমা । তবে কার ? যজ্ঞ । অর্ধেকটা তোমার, আর অৰ্দ্ধেকট ঐ আরসিখানার । সুরমা । এখনই আমি ওটা ঢেকে দেব । যজ্ঞ । তা দিও, কিন্তু বাকিটার কি হবে ? স্বরম বার-দুই নড়িয়া-চড়িয়া কহিল, আলোমশাই! যজ্ঞ । কেন ছায়াদেবী ? স্বরম। তুমি রোগ হয়ে যাচ্চ কেন ? যজ্ঞ । তা ত আমার বিশ্বাস হয় না । সুরমা। তুমি খাও না কেন ? যজ্ঞদত্ত হাসিয়া উঠিল—ম্বরে, কোন্দল করতে এসেচ ! সুরমা । হু । যজ্ঞ । আমি তাতে রাজি নই। স্বরম। তুমি বিয়ে করবে না কেন। যজ্ঞ । সে জবাব ত রোজই একবার করে দিয়ে এসেচি। স্বরম। না, করতেই হবে। যজ্ঞ স্বরে, তুমি একটি বিয়ে কর না কেন ? স্বরম ষঙ্গদত্তের হাত হইতে পত্ৰখানি কাড়িয়া লইয়া কহিল, ছিঃ, বিধবার কি বিয়ে হয় ? ' - যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করিয়া কহিল, কে জানে! কেউ বলে হয়, কেউ वटल ट्य मां । - স্বরম। তবে আমাকে এ নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন ? বজ্ঞাত্ত দীর্ঘ-নিশ্বাস ফেলিয়া কহিল, তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাৰে ? : জ, বলিয়া লে ঝর ঝর করিয়া কাদিয়া ফেলিল । e)ŵr