পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ যজ্ঞ । জানো ত পিসিম, আমার নর গণ, বৌয়ের হ’ল রাক্ষস গণ । একসঙ্গে থাকলে গণৎকার বলে বাচি না-বাচি । পিসিমা । যাট ষাট, সে কথা-- যজ্ঞ । তখন তাড়াতাড়ি এসব দেখা হয়নি, এখন ত তোমার কাছে থাকবে, মাসে পঞ্চাশ টাকা পাঠাব, তাতে চলবে না পিসিমা ? পিসিমা । হঁ্য তা চলে যাবে। পাণ্ডাগায়ে, বিশেষ কষ্ট হবে না । আহা, চাদের মত মেয়ে, ডাগর হয়েচে ; হারে যজ্ঞ, একটা শাস্তি-স্বস্ত্যয়ন করলে হয় না ? যজ্ঞ । হতে পারে। আমি ভট্টাচার্য্যের মত নিয়ে যা ভাল হয় তোমাকে জনাব ৷ পিসিমা । তা জানাস বাছা । সন্ধ্যার সময় বোঁকে কাছে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, তবে তুমি এখানেই থাক। সে ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা । —যা তোমার দরকার হবে আমাকে জানিয়ো । --আচ্ছা । —তুমি চিঠি লিখিতে জান। ཁཕཡཁ་བ།t ! —তবে কি করে জানাবে ? নববধূ গৃহপালিত হরিণীর মত চক্ষু দুইটি স্বামীর মুখের উপর রাখিয়া চুপ করিয়া রহিল। যজ্ঞদত্তও মুখ ফিরাইয়া চলিয়া গেল । পিলিমার বাটতে বেী ভোরে উঠিয়া কাজ করিতে লাগিল। বসিয়া থাকিতে সে শিখে নাই, নূতন লোক হইলেও সে পরিচিতের মত ঘরকার কাজ করতে শুরু করিল। দুই-চার দিনেই পিসিম বুঝিলেন, এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বৌয়ের অনেক গহনা, পাড়া-শুদ্ধ ঝেটিয়ে লোক তা দেখতে আসে । —কে দিয়েচে গা ? তোমার বাপ । —না, বাপ-মা আমার নাই, ঠাকুরঝি দিয়েচেন । দু-একজন সমবয়সীর সহিত ভাব হইলে তাহারা খুটিয়া খুটিয়া কথা বাহির করিবার চেষ্টা করিতে লাগিল। তোমার ঠাকুরবি বুঝি খুব বড়লোক ? -Ցյl —সব গহনা তারি। —সব । তার দরকার নেই, তিনি বিধবা, এসব পরেন না। —কত বয়স বোঁ ? —আমাদের চেয়ে কিছু বড় । তিনি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েচেন । "రీఫెts