পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলো ও ছায়া বঙ্গদত্ত আর কোন কথা কহিল না। ভাবিতে লাগিল যে, খুব বোকার মত ত এ কথাগুলো নয় এবং কয়েকবার মনে করিল, বলিয়া ফেলে যে সে অলক্ষণা নহে, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা । কিন্তু মিথ্যা কথার কারণটি কি, তা কি করিয়া বলা যায় ! বিশেষ বাড়ি গিয়া সে তাহার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করিয়া তুলিতে পরিবে, সে ভরসাও মনে করিতে পারিল না। 이 সুরমা দেখিল বোঁ আসিয়াছে। উগ্র নেশার প্রথম ষ্মেণকট কাটাইয়া দিয়া সে স্থির হইয়াছে। তাই বোঁ দেখিতে বাড়াবাডি করিল না । শাস্ত ধীরভাবে প্রিয়সম্ভাষণ করিল, মৌখিক নহে, অন্তরগত মঙ্গলেছ তাহার শুষ্ক মুখের উপর জ্যোতি ফিরাইয়া আনিল ।--বেী, কই ভাল ছিলে না ত ? বে মাথা নাডিয়া কহিল, মাঝে মাঝে জর হ’ত । স্বরম তাহার কপালের ঘাম মুছাইয়া বলিল, এখানে চিকিৎসা হলেই সব ভাল হয়ে যাবে। দুপুরবেলা স্বরম সংবাদ পাইল যে, বৌয়ের জন্য নীচের ঘর পরিষ্কার হইতেছে। অপমানে তাহার চোখে জল আসিল । সংবরণ করিয়া যজ্ঞদত্তের কাছে গিয়া বলিল, দাদা,•বে কি নীচে শোবে ? তুমি কিছু বলবে না ? —আর কি বলব ? যার যা খুশি তা করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে আপনাকে শাসন করিতে পারিল না, সম্মুখেই কাদিয়া পলাইয়া গেল। উপরের গোলযোগটা কিন্তু নীচে পৌছিল না। নূতন বোঁ নুতন করিয়া সংসারের কাজ-কৰ্ম্ম লইয়া ব্যস্ত হইয় পড়িল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে স্বরমার সব কাজগুলি নিজের হাতে তুলিয়া লইল। শুধু উপরে যায় না —স্বামীর সহিত দেখা করে না। ক্রমে স্বরমাও উপর ছাড়িয়া দিল । বেী প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করত, স্বরম পাশে বসিয়া থাকিত। একজন দেথাইত কৰ্ম্ম করিয়া মুখ, অপর বুঝিত কৰ্ম্মস্রোতে অনেক দুঃখ ভাসাইয়া দিতে পারা যায়। দু'জনের কেহই বেশী কথা কহে না, তাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হইয়া আসিতে লাগিল । মাঝে মাঝে নূতন বধূর প্রায় জর হয়, দুই-চারিদিন উপবাসে থাকিয়া আপনি সারিয়া উঠে। ঔষধে প্রবৃত্তি নাই, ঔষধ খায় না । সে-সময়ের কাজ কৰ্ম্মগুলা দাস-দাসীতেই করে ; সুরমা পারিয় উঠে না, ইচ্ছা থাকিলেও সামর্থ্যে কুলায় না । সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সে রং নাই, সে কাস্তি নাই, অত লাবণ্য দুই ఉషి