পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মাসের মধ্যে কোথায় উড়িয়া গিয়াছে । বোঁ মাঝে মাঝে বলে, ঠাকুরবি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন ? আমি ? আচ্ছা বেী, শরীরটা ভাল করবার জন্তে আমি যদি বিদেশে যাই, তোমায় কষ্ট হবে না ত ? হবে বৈকি। তবে যাব না ? না ঠাকুরবি, যেয়ে না, তুমি ঔষধ খেয়ে এখানেই ভাল হও। স্বরম স্নেহভরে তাহার ললাট চুম্বন করিল। একদিন স্বরম যজ্ঞদত্তের খাবার সাজাইতেছিল । ধজ্ঞদত্ত তাহার মলিন কৃশ মুখখানি সতৃষ্ণ-চক্ষে দেখিতেছিল। স্বরম মুখ তুলিলে, সে দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, মনে হয় মলেই বাচি । কেন ? বলিতেই স্বরমার চক্ষে জল আসিল। ভয় হয় আর কতদিন এ প্রাণটাকে বয়ে বেড়াতে হবে। বন্দুকের গুলি খাইয়া বনের পশু যেমন মাটি ছাড়িয়া আকাশে পালাইবার জন্ত প্রাণপণে লাফাইয়া উঠে, কিন্তু আকাশ তাহার কেহ নয়, তাই সেই আশ্রয়ুশূন্ত মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়াইয়া ধরিয়া প্রাণত্যাগ করে, তেমনি ছটফট করিয়া সুরমা প্রথমে আকাশ পানে চাহিয়া দেখিল, তার পর তেমনি করিয়া ভূলুষ্ঠিত হইয়া বাদিতে লাগিল, যজ্ঞদাদা, আমাকে ক্ষমা কর, আমি তোমার শত্রু, আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি স্বর্থী হও । 帶 তখনি হয়ত দাসী আসিয়া পড়িবে, যজ্ঞদত্ত হাত ধরিয়া তাহাকে তুলিয়া ধরিল। সস্নেহে অশ্রু মুছাইয়া কহিল, ছিঃ, ছেলেমামুখী ক'র না। অশ্রু মুছতে মুছতে স্বরম। তাড়াতাড়ি ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। بتوا তার পর একদিন স্বরম। বোঁকে টানিয়া কাছে লইয়া কহিল, বেী, দাদা কি তোমাকে কখন কিছু বলেচেন । বে সহজভাবে উত্তর দিল, কি আবার বলবেন । డ్రిఫిy