পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নিমেষে যজ্ঞদত্তের মাথার ভিতর আগুন জলিয়া উঠিল। অকারণে মনে হইল, তাহার ভিতরের অন্তরটা বাহির হইয়া তাহার সতি যুদ্ধ করিতে ডাকিতেছে। জ্ঞানশূন্য হইয়। সে টেবিলের উপরিস্থিত ভারী রুলার তুলিয়া লইয়া চীৎকার করিয়া কহিল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী, এই তার প্রায়শ্চিত্ত করচি | - বিপুল বলের সহিত যজ্ঞদত্ত তাহার মস্তকে ভীষণ আঘাত করিল। মাথা ফাটিয়া ঝর ঝর করিয়া রক্তস্রোত বহিল। সুরমা অফুটে ডাকিল, মাগো ? তার পর অচৈতন্য হইয়া ভূমিতলে পড়িয়া গেল । ষ জ্ঞদত্ত তাহা দেখিল, দেখিল তার সমস্ত মুখ রক্তে ভাসিতেছে, চোখের ভিতর রক্ত চুকিয়া সমস্ত ঝাপসা বোধ হইতেছে। সে উন্মত্তের মত বলিয়া উঠিল, আর কেন ? এই সময় পিছন হইতে কে ধরিয়া ফেলিল। ফিরিয়া দেখিল স্ত্রী ; কঁদিয়া বলিল, তুমি ? স্বন্ধের উপর মাথা রাখিয়া সেও মূৰ্ছিত হইয়া পড়িল । স্বরম। যেমন করিয়া নীচে হইতে উপরে ছুটিয়া আসিল, নূতনবন্ধু তাহাতে আশ্চৰ্য্য ও শঙ্কিত হইয়া নি:শব্দে পিছনে আসিয়া দ্বারের বাহিরে দাড়াইয়া সব কথা শুনিল, সব কাগু দেখিল । অনেকখানি সত্য তাহার মাথ}র ভিতরে সুৰ্য্যের আলোকের ন্যায় প্রতিভাত হইল, তাহারও বক্ষ-স্পন্ন দ্রুত হইয়া আসিয়াছিল, চক্ষের বাহিরে কুজুটিকার স্বষ্টি হইতেছিল, কিন্তু সে আপনাকে সামলাইয়া লইয়া বিপদের সময় স্বামীকে ক্রোড়ে করিয়া বসিল । సి ছয় দিন পরে ভাল করিয়া জ্ঞান হইলে, সুরমা জিজ্ঞাসা করিল, দাদা কেমন আছেন ? দাসী কহিল, ভাল আছেন । —আমি দেখে আসব। কিন্তু উঠিতে গিয়া আবার গুইয়া পড়িল । দাসী কহিল, তুমি বড় দুর্বল, তাতে জর হয়েছে, উঠে না, ডাক্তার বারণ করেচে | স্বরম আশা করিল বঙ্গদাদ দেখিতে আসিবে, বে। দেখিতে আসিবে। একদিন দুইদিন করিয়া ক্রমে এক সপ্তাহ অতীত হইয়া গেল, তৰু কেহ আসিল না, কেহ খোজও লইল না। இேது