পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ ডাক্তার চলিয়া গেলে যজ্ঞদত্ত কঁদিয়া উঠিল, বে, একবার চেয়ে দেখ, একবার বল ক্ষমা করলে ! সুরমা পায়ের উপর মুখ লুকাইয়া অফুটে বলিল, বৌদিদি, কেন এ শান্তি দিয়ে গেলে ? কে কথা কহিবে ? সমস্ত মান, অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সরাইয়া দিয়া সে ধীরে ধীরে অনন্তে মিলাইয়া গেল । স্বরমা কছিল, দাদা কোথায় ? দাসী উত্তর কছিল, কাল তিনি পশ্চিমে চলে গেছেন । কবে আসবেন ? জানিনে, বোধহয় শীগগির আসবেন না । আমি কোথায় থাকব ? সরকারমশায়কে বলে গেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে তোমার যেখানে খুশি থেকে । সুরমা আকাশপানে চাহিয়া দেখিল, জগতের আলো নিভিয়া গিয়াছে—স্বৰ্য্য নাই, চন্দ্র নাই, একটি তারাও দেখা যায় না। পাশে চাহিয়া দেখিল, সে অস্ফুট ছায়াটিও কোথায় সরিয়া গিয়াছে—চতুর্দিক ঘনাদ্ধকার, বক্ষ স্পন্দন তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছে, চক্ষের জ্যোতি স্নান ও স্থির হইয়া আসিতেছে। দাসী ডাকিল, দিদি ! উৰ্দ্ধনেত্রে মুরুমা ডাকিল, যজ্ঞদাদা ! # তার পর ধীরে ধীরে শুইয়া পড়িল । אפיs\