পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ এই সহজ কথাটার অনেক আলোচনা করিয়াও শক্তিনাথ আধখানা মাত্র বুঝিয়াছিল। এক পয়সার পুতুল ঠিক পয়সায় বিকাইবে, তাতার ভ্র থাকুক, আধখানা ভ্ৰ নাই থাকুক। দুই চক্ষু সমান অসমান যাই হউক, সেই এক পয়সা । মিছামিছি কে এত পরিশ্রম করবে ? পুতুল কিনিবে বালক, দুদণ্ড তাহাকে আদর করিবে, শোয়াইবে, বসাইবে, কোলে করিবে—তার পর ভাঙ্গিয়া ফেলিয়া দিবে— এই ত? শক্তিনাথ বাট হইতে সকালবেলা যে মুড়িমুডকি কাপডে বাধিয়া আনিয়াছিল, তাহার ভূক্তাবশিষ্ট এখনো বাধা আছে, তাহাই খুলিয়া অতিশয় অন্যমনস্কভাবে চিবাইতে চিধাইতে ছড়াইতে ছড়াইতে সে তাহদের জীর্ণ বাটীর প্রাঙ্গণে আসিয়া দাড়াইল । বাটতে কেহ নাই ! ভগ্নস্বাস্থ্য বুদ্ধ পিতা জমিদারবাটতে মদনমোহন ঠাকুরের পূজা করতে গিয়াছেন। ভিজা আলো-চাল, কলা, মূল প্রভৃতি উৎসর্গীকৃত নৈবেদ্য বাধিয়া আনিবেন, তাহার পর পাক করিয়া পুত্রকে খাওয়াইবেন, নিজেও খাইবেন। বাড়ির উঠান কুঁদফুল, করবীফুল ও শেফালীফুলগাছে পূর্ণ। গৃহলক্ষ্মীহীন বাটটার সর্বত্রই জঙ্গল ; কিছুতে শৃঙ্খলা নাই, কাহারো পারিপাট্য নাই। বুদ্ধ ভট্টাচাৰ্য্য মধুসূদন কোনরূপে দিনপাত করেন। শক্তিনাথ ফুল পড়িয়া, ডাল নাড়িয়া, পাতা ছিড়িয়া উঠানময় অন্যমনস্কভাবে ঘুরিয়া বেড়াইতে লাগিল । প্রতিদিন সকালবেলা শক্তিনাথ কুমোরবাড়ি যায়। আজকাল সে পুতুলে রং দিবার অধিকার পাইয়াছে। তাহার সরকায়দাদা সযত্বে সবচেয়ে ভাল পুতুলটা তাহাকে বাছিয়া দিয়া বলে, নাও দাদাঠাকুর, তুমি চম্ভির কর । দাদাঠাকুর এক বেলা ধরিয়া একটি পুতুল চিত্রিত করে। হয়ত খুব ভালই হয়, তবু এক পয়সার বেশী দাম উঠে না। সরকারদাদা কিন্তু বাট আসিয়া বলে, বামুনঠাকুরের চিত্রিকরা পুতুলটি দু’পয়সায় বিকিয়েচে । শুনিয়া শক্তিনাথের আর আনন্দ ধরে না। סי এ-গ্রামের জমিদার কায়স্থ । দেব-দ্বিজে তাহার বাড়াবাড়ি ভক্তি। গৃহদেবতা নিকষ-নিৰ্ম্মিত মদনমোহন-বিগ্রহ ; পার্থে মুবর্ণরঞ্জিত শ্রীরাধা—অত্যুচ্চ মন্দিরে భీశ్రీ*